তানভীর আহমেদ সায়াদ টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি ।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সরকারি কলেজে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নবীনবরণ অনুষ্ঠান।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সাঈদ মাহমুদ।
অনুষ্ঠানে টুঙ্গিপাড়া সরকারি কলেজ ছাত্রদল নবীন শিক্ষার্থীদের ফুল ও উপহার দিয়ে বরণ করে নেয়। দিনটি কলেজ চত্বরে পরিণত হয় ছাত্রদলের কর্মী-নেতাদের প্রাণচাঞ্চল্যে মুখরিত এক মিলনমেলায়।
এ সময় উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের সভাপতি মো: হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক এস এম বাহাউদ্দীন, সিনিয়র সহ-সভাপতি আবির হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সানি, সাংগঠনিক সম্পাদক আবু রায়হান হৃদয়, পৌর ছাত্রদলের আহ্বায়ক রায়হান হাবীব ইয়েন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেনসহ কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।
নবীন শিক্ষার্থীদের উচ্ছ্বাস-উদ্দীপনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পরিণত হয় আনন্দঘন এক পরিবেশে।
অনুষ্ঠানে বিশেষ বক্তব্য রাখেন কলেজ ছাত্রদলের সভাপতি মো: হাবিবুর রহমান। তিনি নবীনদের উদ্দেশে বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সব সময় ছাত্রদের পাশে আছে। টুঙ্গিপাড়া সরকারি কলেজ ছাত্রদল যেকোনো শিক্ষার্থীকে প্রয়োজনে সহযোগিতা করবে। ছাত্রদলের প্রতিটি ইউনিটের দরজা শিক্ষার্থীদের জন্য সবসময় খোলা। শিক্ষা, কল্যাণ ও অধিকার রক্ষার প্রতিটি মুহূর্তে টুঙ্গিপাড়া সরকারি কলেজ ছাত্রদল আপনাদের পাশে থেকে কাজ করবে।”