প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৫, ৪:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৫, ৮:৩১ পূর্বাহ্ণ
টুঙ্গিপাড়ার পাটগাতী গ্রামীণ পানি সমিতির মাসিক মূল্য তালিকায় বৃদ্ধি,

গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া প্রতিনিধি:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ৪ নম্বর পাটগাতী ইউনিয়নের গ্রামীণ পানি সমিতি, পানির মাসিক বিলের হার বাড়িয়েছে। সমিতির পক্ষ থেকে জানানো হয়, বিদ্যুৎ বিল, কেমিক্যাল, যন্ত্রাংশ ও মেরামতের খরচ বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে তারা।
পাটগাতি গ্রামীন পানি সমিতির কর্তৃপক্ষ জানান,
হাফ ইঞ্চি পানির পূর্বের মাসিক বিল ছিল ২৫০ টাকা যা ১০০ টাকা বৃদ্ধি করে বর্তমানে ৩৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
¾ (পৌনে এক) ইঞ্চি পানির মাসিক বিল ছিল ৩০০ টাকা যা ৪০০ টাকা করা হয়েছে।
সমিতির সভাপতি বলেন, আমরা বিদ্যুৎ বিল ও যন্ত্রাংশের দাম বাড়ায় আর্থিক চাপে পড়েছি। খরচ না উঠলে সেবা চালানো সম্ভবনা।
পানি সমিতি কর্তৃপক্ষ বলছে, তারা স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়েই এই সিদ্ধান্ত নিয়েছে এবং গ্রাহকদের বোঝাতে নিয়মিত সভা করছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত