টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
২০২৫-২৬ অর্থবছরে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন সরকারি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ পুকুর প্রাঙ্গণে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও ) ফারজানা আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য দপ্তর সিনিয়র সহকারী পরিচালক আবুল কালাম আজাদ, টুঙ্গিপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছার, উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম, টুংগীপাড়া থানার ওসি অপারেশন আরঙ্গজেব
অনুষ্ঠানে জানানো হয়, এদিন মোট ৩৩৪ কেজি রুইজাতীয় পোনামাছ উপজেলার ১৮ টি বিভিন্ন সরকারি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে অবমুক্ত ও বিতরণ করা হয়। এর মধ্যে রুই ৪০%, কাতলা ৩০% এবং মৃগেল ৩০% ছিল। নির্বাচিত জলাশয়ের প্রতিনিধি কর্তৃক এসব পোনা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়।
শুভ উদ্বোধনকালে ইউএনও ফারজানা আক্তার বলেন,
সরকার দেশীয় মাছ ও মৎস্যসম্পদ রক্ষায় নানা কার্যক্রম গ্রহণ করছে। এ ধরনের উদ্যোগের ফলে একদিকে যেমন স্থানীয় জনগণ উপকৃত হবেন, অন্যদিকে পরিবেশ ও জীববৈচিত্র্যও সুরক্ষিত হবে।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছার বলেন, নিয়মিতভাবে সরকারি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা অবমুক্ত করার মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে। আমরা আশ্রয়ন প্রকল্পকে গুরুত্ব দিয়েছি যাতে করে মাছের ঘাটতি পূরণে সহায়ক হবে এবং স্থানীয় জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা মেটাতে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।