1. live@dainikshiromoni.online : দৈনিক শিরোমনি : দৈনিক শিরোমনি
  2. info@www.dainikshiromoni.online : দৈনিক শিরোমনি :
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টুঙ্গিপাড়া উপজেলার সকল পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত। টুঙ্গিপাড়ায় সরকারি জলাশয়ে মাছের পোনা অবমুক্ত টুঙ্গিপাড়ায় নাগরিক সনদ তুলতে গুনতে হচ্ছে ৩০ টাকা: ভোগান্তিতে সাধারণ গ্রাহকরা টুঙ্গিপাড়ায় বেহাল সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীসহ ২০ গ্রামের মানুষ। গোপালগঞ্জে দুর্গাপুর ইউনিয়ন ভূমি অফিসের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে প্রতিবাদ।। টুঙ্গিপাড়ায় একাধিক মাদক মামলার আসামি ৫৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু টুঙ্গিপাড়ায় বিশাল অভিযানে ৮৭টি চায়না দুয়ারীজাল জব্দ : মূল্য প্রায় ২ লাখ ৫ হাজার টাকা রেজিস্ট্রেশন বিহীন গাজীপুর প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের জেলা উপজেলা মহানগর শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা। টুঙ্গিপাড়ায় কৃষকের সমাবেশ ও পার্চিং উৎসব অনুষ্ঠিত

টুঙ্গিপাড়ায় নাগরিক সনদ তুলতে গুনতে হচ্ছে ৩০ টাকা: ভোগান্তিতে সাধারণ গ্রাহকরা

  • প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

টুঙ্গিপাড়া, (গোপালগঞ্জ) প্রতিনিধি |

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ৪ নং পাটগাতী ইউনিয়ন পরিষদে নাগরিক সনদ পেতে সাধারণ মানুষকে ৩০ টাকা ফি দিতে হচ্ছে, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন,

নাগরিক সনদ সরকারের একটি মৌলিক সেবা। অথচ সেটি তুলতে গেলে ৩০ টাকা গুণতে হচ্ছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইউনিনের ৬ নং ওয়ার্ড শ্রীরামকান্দি গ্রামের বাসিন্দা ইকবাল শেখ বলেন, আমি একটি নাগরিক সনদ নিতে আসছি আমার কাছে টাকা ছিল না। পরে আমি ধার করে ৩০ টাকা নিয়ে নাগরিক সনদ সংগ্রহ করেছি। একই গ্রামের মুরাদ শেখ বলেন আমিও নাগরিক সনদ নিতে এসে ভোগান্তিতে পড়েছি, ৩০ টাকা ছাড়া নাগরিক সনদ দিচ্ছে না। ৭ নং ওয়ার্ডের হাবিবুল্লাহ খান বলেন, ইউনিয়ন পরিষদে আমরা আসি নাগরিক সেবানিতে, টুঙ্গীপাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নের অন্য ৪ টি ইউনিয়ন পরিষদের কোথাও টাকা লাগে না। শুধুমাত্র আমাদের পাটগাতি ইউনিয়ন পরিষদে অনলাইনের কথা বলে ৩০ টাকা নিচ্ছে,এতে আমরা সাধারণ খেটে খাওয়া মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। এছাড়াও পাটগাতী ইউনিয়ন পরিষদ থেকে জন্ম নিবন্ধন,ওয়ারিশ সনদ সহ অন্যান্য সেবা গ্রহণ করতে টাকা ছাড়া সম্ভবই হয় না।

এ বিষয়ে পাটগাতী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুভাষ চন্দ্র বিশ্বাস বলেন,

জেলা প্রশাসক নির্দিষ্ট করে দেননি কত টাকা নেওয়া যাবে। তবে ৩০ টাকার মধ্যে ১২ টাকা অনলাইনে কাটা যায়, বাকিটা কাগজ, কালি ও উদ্যোক্তার খরচ। এছাড়াও জন্ম নিবন্ধন করতে ১৫০থেকে ২০০ টাকা পর্যন্ত নেওয়ার কথা বলেছেন জেলা প্রশাসক।

তিনি আরও দাবি করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তাও (ইউএনও) এ বিষয়ে জানেন না এবং সাংবাদিকদের ইউএনও র কাছেই বিস্তারিত জানতে বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার বলেন,আমি এ বিষয়ে উপ-পরিচালক স্থানীয় সরকার গোপালগঞ্জ (ডিডিএলজি) স্যারের সঙ্গে কথা বলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। বিশ্বজিৎ কুমার পাল ডিডিএলজি উপ-পরিচালক ও উপ সচিব (স্থানীয় সরকার) বলেন ইউনিয়ন পরিষদের যদি টাকা লেনদেন করে তাহলে অবশ্যই রশিদ দিতে হবে এবং সেটি ইউনিয়ন পরিষদের অ্যাকাউন্টে জমা করতে হবে। বিষয়টি আমি তদন্ত করে দেখব এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

সরকারি নিয়ম অনুযায়ী, নাগরিক সনদ প্রাপ্তি একটি সেবামূলক কাজ যার জন্য নির্ধারিত সরকার নির্ধারিত ফি ব্যতীত অতিরিক্ত টাকা নেওয়া আইনবিরুদ্ধ। অথচ পাটগাতী ইউনিয়নে এটি যেন নিয়মিত চর্চা।

স্থানীয় একাধিক সেবা গ্রহণকারী বলেন,

আমরা দরখাস্ত নিয়ে গিয়ে দেখি টাকা ছাড়া ফর্ম নেয় না। বলা হয় ৩০ টাকা না দিলে সনদ হবে না। এটা কেমন সেবা

সচেতন মহল ও ভুক্তভোগীরা বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা মনে করছেন,

সেবা নেওয়ার নামে অতিরিক্ত অর্থ আদায় বন্ধ না হলে, সাধারণ মানুষ ইউনিয়ন পরিষদের ওপর আস্থা হারাবে। এছাড়াও গণমাধ্যম কর্মীরা উপজেলার গোপালপুর,কুশলী,ডুমুরিয়া ও বর্ণি পরিষদে কথা বলে জানতে পারে,অন্য কোন পরিষদে অনলাইনে নাগরিক সনদ দেওয়া হচ্ছে না। এতে সাধারণ জনগণকে ৩০ টাকা গুনতে হচ্ছে না। নাম প্রকাশে অনিচ্ছুক ইউনিয়ন পরিষদের এক সচিব বলেন, অনলাইন নাগরিক সনদ দিতে গেলে অনেক সময় সফটওয়্যারে সমস্যা হয়। সেবা গ্রাহককে অনেক ভোগান্তি পোহাতে হয়।

সরকার যেখানে ডিজিটাল বাংলাদেশ ও দুর্নীতিমুক্ত সেবা দেওয়ার কথা বলছে, সেখানে এই ধরনের অনিয়ম সাধারণ মানুষকে ভোগান্তির মুখে ফেলছে।

এখন দেখার বিষয়, প্রশাসন কবে নাগরিকদের এই ন্যায্য অধিকার আদায়ে পদক্ষেপ নেয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট