টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে পরিচালিত বিশেষ অভিযানে ৮৭ পিস অবৈধ জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা অভিযানে বাঘিয়ার বিল ও করফা বিল থেকে এসব জাল উদ্ধার করা হয়।
উপজেলার বাঘিয়ার বিল থেকে ৪৭ পিস, যার দৈর্ঘ্য ৯৫০ মিটার এবং করফা বিল থেকে ৪০ পিস, যার দৈর্ঘ্য ৮০০ মিটার মোট দৈর্ঘ্য ১৭৫০ মিটার ।
জব্দকৃত জালের আনুমানিক মূল্য ২ লাখ ৫ হাজার টাকা।
অভিযান পরিচালনা করেন টুঙ্গিপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়,তার সঙ্গে ছিলেন অফিসের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
মৎস্য অফিসার বলেন,
চায়না দুয়ারীজাল নিষিদ্ধ সামগ্রী। এগুলোর মাধ্যমে পোনামাছ নিধনসহ জলজ জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই এসব জাল ধ্বংস করতে বাধ্য হচ্ছি।”
অভিযান শেষে উপজেলা চত্বরে জব্দকৃত জালগুলো আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। এই সময় টুঙ্গিপাড়ার সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মৎস্যজীবী উপস্থিত ছিলেন।
দেবাশীষ বাছাড় আরও বলেন,
জেলা মৎস্য অফিস ও প্রশাসনের নির্দেশে এ অভিযান চালানো হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয় সচেতন মৎস্যজীবী ও বাসিন্দারা মৎস্য বিভাগের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন
“অবৈধ জাল ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।”
এই অভিযান প্রমাণ করে, সরকার জলজ সম্পদ রক্ষায় কঠোর অবস্থানে আছে। জনসচেতনতা ও প্রশাসনিক পদক্ষেপ মিলিয়ে ভবিষ্যতে মাছের উৎপাদন ও পরিবেশ রক্ষা নিশ্চিত করা সম্ভব হবে।
অবৈধ জাল নয়, পরিবেশ রক্ষা হোক অঙ্গীকার”