1. live@dainikshiromoni.online : দৈনিক শিরোমনি : দৈনিক শিরোমনি
  2. info@www.dainikshiromoni.online : দৈনিক শিরোমনি :
শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় একাধিক মাদক মামলার আসামি ৫৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু টুঙ্গিপাড়ায় বিশাল অভিযানে ৮৭টি চায়না দুয়ারীজাল জব্দ : মূল্য প্রায় ২ লাখ ৫ হাজার টাকা রেজিস্ট্রেশন বিহীন গাজীপুর প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের জেলা উপজেলা মহানগর শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা। টুঙ্গিপাড়ায় কৃষকের সমাবেশ ও পার্চিং উৎসব অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় অবৈধ চায়না দুয়ারীজাল জব্দ ও ধ্বংস পরিবেশ রক্ষায় অভিযান টুঙ্গিপাড়ায় রূপালী লাইফ ইনসিওরেন্সের গ্রাহক পরিবারকে মৃত্যুদাবী প্রদান ও উন্নয়ন সভা অনুষ্ঠিত অধ্যক্ষ আমজাদ হোসেন কর্তৃক ভুয়া শিক্ষক নিয়োগ, আর্থিক হিসাবে জালিয়াতিসহ নানাবিধ দুর্নীতি প্রমাণিত – সর্বত্র স্থায়ী বরখাস্তের দাবি টুঙ্গিপাড়ায় ডাব কেনা নিয়ে সংঘর্ষে ওসি সহ ২০ জন আহত পৌরসভার রাস্তার বেহাল অবস্থা চরম দুর্ভোগে গ্রামবাসি

টুঙ্গিপাড়ায় একাধিক মাদক মামলার আসামি ৫৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার

  • প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় একাধিক মাদক মামলার আসামিকে ৫৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কুশলী ইউনিয়নের দক্ষিণ কুশলী গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম নবীর শিকদার (৩৫)। তিনি দক্ষিণ কুশলী গ্রামের ফায়েজুর শিকদারের ছেলে। পুলিশ জানায়, নবীর শিকদারের বিরুদ্ধে টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জের বিভিন্ন থানায় মোট ৩১টি মাদক মামলা রয়েছে। এর মধ্যে বেশ কয়েকটিতে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে।

এ তথ্য নিশ্চিত করেন টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন। তিনি বলেন,

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে যৌথ বাহিনীর একটি দল দক্ষিণ কুশলী গ্রামে অভিযান চালায়। অভিযানের সময় নবীর শিকদারকে আটক করে তল্লাশি চালানো হয়। এসময় তার কাছ থেকে ৫৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বর্তমানে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পুলিশের দাবি, নবীর দীর্ঘদিন ধরে এলাকায় সক্রিয় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে দাখিল হওয়া মামলাগুলোর মধ্যে মাদক পাচার, মাদক বিক্রি ও বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমের অভিযোগ রয়েছে।

এদিকে স্থানীয়রা জানান, নবীর শিকদার দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন। এ কারণে যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মাদকে আসক্ত হয়ে পড়ছিল। তাকে গ্রেপ্তার করায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন।

মাদকবিরোধী চলমান অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও কঠোর পদক্ষেপ নেবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট