টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রূপালী লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড (ইসলামী শরীয়াহ্ মোতাবেক পরিচালিত) আয়োজিত গ্রাহকের পরিবারকে মৃত্যুদাবী প্রদান ও উন্নয়ন সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় টুঙ্গিপাড়া মডেল সার্ভিস সেল অফিস প্রাঙ্গণে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রূপালী লাইফ ইনসিওরেন্স কোম্পানির জেনারেল ম্যানেজার ও টুঙ্গীপাড়া মডেল সার্ভিস সেল অফিস ইনচার্জ মো: রাকিবুজ্জামান শেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি জেনারেল ম্যানেজার ও মাটিভাংগা এজেন্সি অফিস ইনচার্জ শরিফুল হক। এছাড়া এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হামিম শেখ ও শফিকুল ইসলাম অতিথি হিসেবে যোগ দেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন একাউন্টস অফিসার মোঃ আলী আনছার।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ রাকিবুজ্জামান শেখ বলেন,
রূপালী লাইফ সর্বদাই গ্রাহকের আস্থা ও আমানত রক্ষায় অঙ্গীকারবদ্ধ। আজ আমরা একজন গ্রাহকের মৃত্যুদাবীর অর্থ দ্রুততম সময়ে হস্তান্তর করতে পেরে আনন্দিত। রূপালী লাইফে সঞ্চয় করলে নিজের ও পরিবারের ভবিষ্যৎ জীবন নিরাপদ করা সম্ভব।
অনুষ্ঠানে জানানো হয়, ২০২০ সালে টুঙ্গিপাড়ার বাসিন্দা হেনা বেগম মাসিক ৫০০ টাকা কিস্তিতে জীবন বীমা একাউন্ট চালু করেন। দীর্ঘদিন নিয়মিত কিস্তি জমা দিয়ে তিনি ২২,০০০ টাকা সঞ্চয় করেন। কিন্তু ২০২৪ সালের অক্টোবরে সড়ক দুর্ঘটনায় তার মর্মান্তিক মৃত্যু হয়। এ সময় তার স্বামী ও মনোনীত নমিনি আনিচুর রহমান চুন্নুকে মূল জমা ২২,০০০ টাকা ও লাভসহ মোট ৮১,৪০০ টাকা প্রদান করে রূপালী লাইফ ইনসিওরেন্স কোম্পানি।
অনুষ্ঠানের বক্তারা রূপালী লাইফ ইনসিওরেন্সকে জনগণের আস্থার প্রতীক হিসেবে উল্লেখ করে সঞ্চয় ও বীমার মাধ্যমে ভবিষ্যৎ সুরক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান।