1. live@dainikshiromoni.online : দৈনিক শিরোমনি : দৈনিক শিরোমনি
  2. info@www.dainikshiromoni.online : দৈনিক শিরোমনি :
রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
গরুর খামারের বর্জ্যে দূষিত পানি, টুঙ্গিপাড়ায় প্রতিদিন ৮০ রোগী হাসপাতালে খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদ রজত জয়ন্তী উদযাপন  টুংগীপাড়ায় শীর্ষ সন্ত্রাসী জুবায়ের গ্রেফতার: ছয়টি মামলার পরোয়ানা, অপহরণ ও মাদকের রাজ্যে আতঙ্কের শেষ। রূপালী লাইফ ইনসিওরেন্সের মৃত্যুদাবী প্রদান ও উন্নয়ন সভা অনুষ্ঠিত  গোপালগঞ্জে স্বামীকে ঘর থেকে বের করে দিয়ে স্ত্রীর আত্মহত্যা  টুঙ্গিপাড়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত । যশোর চৌগাছা কপোতাক্ষ নদের পাড়ের মাঠি কাটা অপরাধে ১ জনের সাতদিন জেল  কেশবপুরে পর্নোগ্রাফি মামলায় এক যুবক গ্রেফতার টুঙ্গিপাড়ায় অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও জমির মালিককে জরিমানা এলজিইডির প্রধান প্রকৌশলীর রুটিন দায়িত্বে অতিরিক্ত প্রধান প্রকৌশলী আনোয়ার হোসেন

গরুর খামারের বর্জ্যে দূষিত পানি, টুঙ্গিপাড়ায় প্রতিদিন ৮০ রোগী হাসপাতালে

  • প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২ বার পড়া হয়েছে

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:

 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দূষিত পানি পান করে প্রতিদিনই গড়ে ৭০ থেকে ৮০ জন রোগী চিকিৎসা নিতে আসছে টুঙ্গিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে। ডায়রিয়া, আমাশয়, জন্ডিস ও টাইফয়েডের মতো পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে অসংখ্য মানুষ ভোগান্তিতে পড়েছেন।

 

সরেজমিনে ঘুরে দেখা যায়, টুঙ্গিপাড়া পৌরসভার পানির প্রধান উৎস বাঘিয়ার নদী। অথচ নদীর ঠিক বিপরীত পাশে রয়েছে শেখ মানিমিয়ার গরুর খামার। খামার থেকে প্রতিদিন গরুর গোবর, মলমূত্র ও অন্যান্য বর্জ্য সরাসরি নদীতে ফেলা হচ্ছে। এর ফলে নদীর পানি মারাত্মকভাবে দূষিত হয়ে পড়েছে। সেই দূষিত পানি পরিশোধন করে পৌরবাসীর বাড়িতে পৌঁছে যাচ্ছে।

 

টুঙ্গিপাড়া পৌরসভায় বর্তমানে প্রায় ২,৪০০ জন গ্রাহক রয়েছে, আর এই পানির মাধ্যমে ১২ হাজারেরও বেশি মানুষ প্রতিদিনের চাহিদা পূরণ করেন। এতে সাধারণ মানুষ মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন।

 

এ বিষয়ে পৌরসভার নির্বাহী প্রকৌশলী শাহিনুর জামান বলেন, পানি দূষনের বিষয়ে আমার কাছে কোন তথ‍্য ছিল না। আপনাদের তথ্যের মাধ্যমে আমি জানতে পারলাম যে আমার পাম্পের বিপরীতে বর্জ্য ফেলে পরিবেশ দূষিত হচ্ছে আমি আমার অফিস স্টাফ পাঠিয়ে তদন্ত করে অতিসত্বর প্রশাসন মহোদয়ের দৃষ্টিগোচর করব।এবং আইনগত যা যা ব্যবস্থা নেওয়া যায় সেভাবে পদক্ষেপ গ্রহণ করব।

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ তানভীর আহমেদ বলেন, গরুর খামারের বর্জ্য পাবলিক হেল্থের জন্য বড় হুমকি কারণ এই দূষিত পানি বিশুদ্ধকরণ করা হলেও এর ভিতরে কিছুটা গন্ধ বা ব্যাড স্মাইল থাকবে, হাসপাতালে ভর্তি থেকে আমরা আউটডোরে পানিবাহিত রোগের রোগী বেশি পাচ্ছি। আমরা প্রতিদিন এভারেজে ৭০ থেকে ৮০ জন রোগী চিকিৎসা দিচ্ছি যেসমস্ত রোগ পানি ব্যবহার বা পান করে হচ্ছে। এখনে আরো একটা কারণও আছে কিছু রোগী আসছে পৌরসভার বাইরে থেকে বর্ষাকালের শেষের দিকে পানি নেমে যাচ্ছে বিভিন্ন জায়গায় পচনশীল যেমন, পাট বা কচুরিপানা অন্যান্য শ্যাওলা জাতীয় উদ্ভিদ পচে পানি দূষিত করছে। তিনি আরো বলেন হাসপাতালে যাদেরকে ভর্তি করছি ৮ থেকে ১০ জন পানি বাহিত রোগে ভর্তি হয় এভারেজে।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, খামার থেকে বর্জ্য অপসারণের সুষ্ঠু ব্যবস্থা ও পৌরসভার পানি সরবরাহ ব্যবস্থায় আধুনিক ফিল্টার যুক্ত করা এখন সময়ের দাবি। না হলে টুঙ্গিপাড়ার মানুষকে দীর্ঘদিন ভোগান্তিতে থাকতে হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট