1. live@dainikshiromoni.online : দৈনিক শিরোমনি : দৈনিক শিরোমনি
  2. info@www.dainikshiromoni.online : দৈনিক শিরোমনি :
শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
টুংগীপাড়ায় শীর্ষ সন্ত্রাসী জুবায়ের গ্রেফতার: ছয়টি মামলার পরোয়ানা, অপহরণ ও মাদকের রাজ্যে আতঙ্কের শেষ। রূপালী লাইফ ইনসিওরেন্সের মৃত্যুদাবী প্রদান ও উন্নয়ন সভা অনুষ্ঠিত  গোপালগঞ্জে স্বামীকে ঘর থেকে বের করে দিয়ে স্ত্রীর আত্মহত্যা  টুঙ্গিপাড়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত । যশোর চৌগাছা কপোতাক্ষ নদের পাড়ের মাঠি কাটা অপরাধে ১ জনের সাতদিন জেল  কেশবপুরে পর্নোগ্রাফি মামলায় এক যুবক গ্রেফতার টুঙ্গিপাড়ায় অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও জমির মালিককে জরিমানা এলজিইডির প্রধান প্রকৌশলীর রুটিন দায়িত্বে অতিরিক্ত প্রধান প্রকৌশলী আনোয়ার হোসেন বাগেরহাটে নায়েবে আমিরের আগমন উপলক্ষে চিতলমারীতে ইসলামী আন্দোলনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত। বাহাদুর শাদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নং ওয়ার্ড থেকে মেম্বার পদে প্রার্থী হচ্ছেন জনাব মোঃ খুরশিদ আলম। সিনিয়র রিপোর্টার।  মোহাম্মদ শামীম শাহরিয়ার। কালিগঞ্জ গাজীপুর

টুংগীপাড়ায় শীর্ষ সন্ত্রাসী জুবায়ের গ্রেফতার: ছয়টি মামলার পরোয়ানা, অপহরণ ও মাদকের রাজ্যে আতঙ্কের শেষ।

  • প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

প্রতিবেদক | টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ |

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গজালিয়া গ্রামের চাঞ্চল্যকর শীর্ষ সন্ত্রাসী জুবায়ের শেখ (পিতা: মাহমুদ শেখ) আজ শনিবার বিকাল ৩টার দিকে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার হয়। এ তথ্য নিশ্চিত করেছে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহিদুল ইসলাম (বিপিএম, পিপিএম)।

জানা যায়, জুবায়ের শেখ দীর্ঘদিন ধরে টুঙ্গিপাড়া ও আশপাশের এলাকায় মাদক ব্যবসা, অপহরণ, চাঁদাবাজি ও নারী পাচার চক্রের নেতৃত্ব দিয়ে আসছিল। তার বিরুদ্ধে ৬টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে, যার মধ্যে রয়েছে অপহরণ ও মাদকের মতো গুরুতর অভিযোগ।

টুংগীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহিদুল ইসলাম (বিপিএম,পিপিএম) এর নির্দেশে এসআই মনির হোসেন এর নেতৃত্বে, এএসআই খালেকুজ্জামান ও এএসআই ফয়েজ সহ একটি চৌকস টিম গিমাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, ৬টি মামলায় গ্রেফতারি পরোয়ানা,বিভিন্ন সময় দেশের বিভিন্ন জেলা থেকে নারীদের ব্যবহার করে ফাঁদে ফেলে ধরে এনে মুক্তিপণ আদায় করে।

এছাড়া এলাকায় মাদকের সরবরাহ ও ব্যবসার নেতৃত্ব দেয় বলে জানা যায়।

টুঙ্গিপাড়ার সাধারণ মানুষের মধ্যে জুবায়ের এক ভয়ঙ্কর নাম ছিল।

টুঙ্গিপাড়া থানার ওসি জাহিদুল ইসলাম (বিপিএম, পিপিএম) বলেন,“জুবায়ের দীর্ঘদিন ধরে আমাদের নজরদারিতে ছিল। আজ তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

গজালিয়া ও আশপাশের এলাকার সাধারণ মানুষ পুলিশ প্রশাসনের এই সাহসী অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন।

তারা বলেন, জুবায়েরের কারণে আমাদের মেয়েরা বাড়ি থেকে বের হতে পারতো না, সে ছিল আতঙ্কের আর এক নাম। এখন একটু স্বস্তি পেলাম।”

পুলিশ জানিয়েছে, তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে। তদন্তে আরও অপরাধ চক্রের তথ্য উঠে আসতে পারে বলেও ধারণা করছে প্রশাসন।

টুঙ্গিপাড়াকে মাদক ও সন্ত্রাস মুক্ত করতে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে, জানিয়েছে থানা কর্তৃপক্ষ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট