গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জের শহরতলী ঘোষেরচর এলাকার জামাল সরদারের বাড়ী থেকে গৃহবধূ নাঈমার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে গৃহবধূ নাঈমার ভাড়াবাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
প্রতিবেশীরা জানান- দীর্ঘ আটমাস ধরে ঘোষেরচর এলাকার জামাল সরদারের বাড়ীতে ভাড়া থাকতে দম্পতি জিহাদ ও নাঈমা রাজমিস্ত্রীর কাজ করা জিহাদ ও নাইমার মধ্যে কখনো কোনো কলহ দেখেনি এলাকাবাসী কিন্তু বৃহস্পতিবার দুপুরে জিহাদ এর চিৎকার শুনে প্রতিবেশীরা এসে ঘরের দরজা ভেঙ্গে ঘরে ঢুকে নাঈমার ঝুলন্ত মরদেহ দেখতে পান কিন্তু তার এমন মৃত্যুর কারন কেউই বলতে পারেননি।।
বিষয়টি নিয়ে স্বামী জিহাদ মিয়া সাথে কথা বললে তিনি জানান, প্রতিদিনের মত কাজ শেষে দুপুরে বাড়ীতে খাবার খেতে আসেন তিনি এসময় স্ত্রী তাকে প্রথমে খেতে দেন খাওয়া শেষ হলে তাকে ঘর থেকে বের করে দিয়ে ভিতর থেকে দরজা বন্ধ করে দেয় নাঈমা,, জিহাদ বারবার দরজা খোলার জন্য স্ত্রীকে বললেও তিনি দরজা না খোলায় ব্যার্থ হয় জিহাদ মিয়া এরপর চিৎকার করলে প্রতিবেশীরা এসে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে নাঈমার মরদেহ দেখতে পান পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাঈমার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠান।।
পুলিশ জানায় – গৃহবধূ নাঈমার মৃত্যুর কারন এখন পর্যন্ত নিশ্চিত হতে পারেনি বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে !