ইমাদুল ইসলাম, যশোর জেলা ( প্রতিনিধি )
যশোরের চৌগাছায় কপোতাক্ষ নদের পাড়ের অবৈধভাবে মাঠি কাটা অপরাধে ইসাহক আলী (৬৫) সাত দিনের জেল দিয়েছপন মোবাইল কোট।সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ১ টার পৌর এলাকা ৩ নং ওয়ার্ড তারনিবাস গ্রামের
মৃত শহর আলীর ছেলে ইসাহক আলী (৬৫) অবৈধভাবে কপোতাক্ষ নদের পাড়ের মাঠি কেট ছিলেন। নদের পাড়ের মাঠি কাটা অপরাধে বালুমহাল ও মাঠি ব্যবস্থাপন আইন ২০১০ এর ১৫/১) ধারায় ৭ দিনের বিনশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। মোবাইল কোট পরিচালনা করেন
ভূমি সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজমিন জাহান। এ সময় উপস্থিত ছিলেন ভূমি অফিসে পেশকার অলক বিশ্বাস ও পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।