টুঙ্গিপাড়া গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের কড়ফা বিল এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করায় এক আত্মঘাতী ড্রেজার মালিক ও জমির মালিককে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর ২০২৫)দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, ফারজানা আক্তার।
অভিযান কালে কড়ফা বিলে বালু উত্তোলনের সময় হাতেনাতে আটক হন
জমির মালিক ও বালু বিক্রেতা:রফিকুল ইসলাম (রফিক) গ্রাম: কড়ফা
ড্রেজার মালিক:সিরাজুল ইসলাম সিরাজ, পেনাখালী, নাজিরপুর, পিরোজপুর।
তাদের বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী ২৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।ভ্রাম্যমাণ আদালত শেষে ইউএনও ফারজানা আক্তার বলেন,
“বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী অনুমোদন ব্যতীত যেকোনো ধরনের বালু উত্তোলন দণ্ডনীয় অপরাধ। পরিবেশের ভারসাম্য রক্ষায় এই অভিযান চলমান থাকবে।”
তিনি আরও জানান, কড়ফা বিল এলাকার পরিবেশ ও কৃষিজমি ধ্বংস করে চলা এ ধরনের অবৈধ কর্মকাণ্ড কোনোভাবেই বরদাস্ত করা হবে না।
এলাকাবাসীরা ইউএনও’র এমন সাহসী উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন,“নদী ও বিল থেকে এভাবে বালু কেটে নেওয়া আমাদের ফসলি জমি ও পরিবেশের জন্য হুমকি হয়ে উঠেছে। এ ধরনের অভিযান আরও জোরদার করতে হবে।
ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধে জড়ালে তাদের জেল জরিমানা সহ কঠোর শাস্তি নিশ্চিত করা হবে বলে প্রশাসন হুঁশিয়ারি দিয়েছে।
টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বালু পাচার ও পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে* বলে জানানো হয়েছে।