টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি।।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী (গ্রেড-৩) মোঃ আনোয়ার হোসেন প্রধান প্রকৌশলীর রুটিন দায়িত্ব পেয়েছেন।
বর্তমানে তিনি Program for Supporting Rural Bridges (SupeRB) প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) হিসেবে দায়িত্ব পালন করছেন। তার নিজ দায়িত্বের পাশাপাশি এখন তিনি এলজিইডির প্রধান প্রকৌশলীর রুটিন কার্যক্রম তদারকি করবেন।
এলজিইডি সূত্রে জানা গেছে, প্রধান প্রকৌশলীর অনুপস্থিতিতে রুটিন দায়িত্ব পালনের মাধ্যমে প্রকল্প ও বিভিন্ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।