টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি |
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ও কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আসলাম শেখ তার মায়ের মৃত্যুতে চার ঘণ্টার জন্য মুক্তি পেয়ে দাফন সম্পন্ন করেছেন।
আসলাম শেখ বর্তমানে একটি এনসিপি সংক্রান্ত মামলায় আটক রয়েছেন। তিনি গত ১৬ আগস্ট গ্রেপ্তার হন। গতকাল, ২১ আগস্ট তার মা মৃত্যু বরণ করলে, মানবিক বিবেচনায় আজ ২২ আগস্ট দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চার ঘণ্টার জন্য তাকে বিশেষ নিরাপত্তার মধ্য দিয়ে মুক্তি দেওয়া হয়।
আসলাম শেখের বাড়ি টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা উত্তরপাড়ায়। তিনি স্থানীয় নেতা আজিজুল হক শেখের ছেলে, যিনি পাটগাতী ইউনিয়ন আওয়ামী লীগের ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি। আসলাম শেখ নিজেও ওই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।
চার ঘণ্টার ছুটিতে তিনি বাড়িতে ফিরে আসেন এবং পরিবারের সদস্যদের সাথে তার মায়ের জানাজা ও দাফনে অংশ নেন। পরে পুলিশি পাহারায় তাকে আবার গোপালগঞ্জ জেলা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
আওয়ামী লীগ ও কৃষক লীগ নেতাকর্মীদের মধ্যে ঘটনাটি মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কেউ কেউ এই মানবিক উদ্যোগকে প্রশাসনের সদিচ্ছা হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন, আসলাম শেখের মামলাটি রাজনৈতিকভাবে প্রভাবিত।এ বিষয়ে টুঙ্গিপাড়া থানা সূত্র জানায়, “মানবিক দিক বিবেচনায় আদালতের নির্দেশে চার ঘণ্টার জন্য তাকে মুক্তি দেওয়া হয়েছিল, পরে নির্ধারিত সময়ে তাকে নিরাপদে কারাগারে পাঠানো হয়েছে।”
স্থানীয় রাজনৈতিক মহলে বিষয়টি আলোচনার জন্ম দিয়েছে।