টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ডুমরিয়া ইউনিয়ন শাখার নবগঠিত কমিটির দায়িত্বশীলগণের শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট ২০২৫) বিকেল ৫ টায় ডুমরিয়া ইউনিয়নে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ডুমরিয়া ইউনিয়ন শাখার সভাপতি, তাফসির তালুকদার।
প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ টুঙ্গিপাড়া শাখার সভাপতি, মোঃ মজিবর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ টুঙ্গিপাড়া শাখার সেক্রেটারি, মোঃ রমজান তালুকদার, ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ডুমরিয়া ইউনিয়ন শাখার সেক্রেটারী, মোঃ বেলায়েত তালুকদার
সভায় বক্তারা বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মূলমন্ত্র হলো মুক্তির মূলমন্ত্র। ইসলাম শান্তির ধর্ম, আর ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই শান্তি, ন্যায় ও সত্যের বাণী মানুষের মাঝে ছড়িয়ে দিতে কাজ করছে। সমাজে অন্যায়, অবিচার, দুর্নীতি ও মাদককে প্রতিহত করতে হলে ইসলামী আদর্শকে ধারণ করে কাজ করতে হবে।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আজকের এই শপথ গ্রহণ শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং এটি একটি অঙ্গীকার আমরা সবাই মিলেমিশে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করব এবং জনগণের কল্যাণে নিজেদের নিয়োজিত করব।
বিশেষ অতিথি জনাব রমজান তালুকদার বলেন, বর্তমান সমাজে মূল্যবোধ ও নৈতিকতার সংকট তৈরি হয়েছে। ইসলামী আন্দোলনের কর্মীরা যদি নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করে, তবে ইনশাআল্লাহ আগামী প্রজন্ম একটি সুন্দর সমাজ পাবে।
আলোচনা সভা শেষে ডুমরিয়া ইউনিয়ন কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দ শপথ গ্রহণ করেন। এ সময় তারা অঙ্গীকার করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ ও নীতিকে বুকে ধারণ করে জনগণের পাশে থাকবেন, সংগঠনের শৃঙ্খলা মেনে চলবেন এবং ইসলাম ও দেশের কল্যাণে নিজেকে সর্বদা নিবেদিত রাখবেন।
শপথ গ্রহণ ও পরিচিতি সভায় স্থানীয় বিভিন্ন স্তরের নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দোয়া-মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়।