গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ |
গোপালগঞ্জের ঐতিহ্যবাহী টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন শেষে বিদায় নিয়েছেন খন্দকার খোরশেদ আলম। গত ১৯ আগস্ট তার বদলি কার্যকর হয়। তার স্থলাভিষিক্ত হিসেবে নবনিযুক্ত ওসি জাহিদুল ইসলাম দায়িত্ব গ্রহণ করেছেন।
খন্দকার খোরশেদ আলম প্রায় ১১ মাস টুঙ্গিপাড়া থানার ওসি হিসেবে সততা, সাহসিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি টুঙ্গিপাড়ায় ছায়ার মতো বিস্তৃত থাকা একাধিক চাঁদাবাজি ও সন্ত্রাসী গ্রুপকে আইনের আওতায় আনেন। আলোচিত “আতঙ্ক তাহিন গ্রুপ”-এর সদস্যদের আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে এলাকাবাসীর কাছে প্রশংসিত হন।
তার কার্যকালে মাদক নির্মূলে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে। বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়। এছাড়াও প্রতিটি এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করে টুঙ্গিপাড়ায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সক্ষম হন।
খন্দকার খোরশেদ আলমের বদলিতে সাধারণ মানুষ একধরনের নিরাপত্তাহীনতা অনুভব করলেও নবাগত ওসি জাহিদুল ইসলামের দায়িত্ব গ্রহণে সকলেই আশাবাদী। জনসাধারণ আশা করছে, নতুন ওসিও আগের মতো সুশৃঙ্খল, মাদকমুক্ত ও শান্তিপূর্ণ টুঙ্গিপাড়া গড়ে তুলতে ভূমিকা রাখবেন।
খন্দকার খোরশেদ আলম কে গোপালগঞ্জ সদর উপজেলার রামদিয়া তদন্ত কেন্দ্রের দায়িত্ব দেয়া হয়েছে।
এদিকে, থানার পুলিশ সদস্যরা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয়রা ওসি খোরশেদের বিদায় উপলক্ষে তার অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার আগামীতেও সফলতা কামনা করেন।