টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ, টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইউনিয়ন শাখা কমিটির দ্বায়িত্বশীলগণের শপথ গ্রহণ ও কর্মী পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ আগষ্ট শনিবার বিকালে উপজেলার খালেক বাজার কেন্দ্রীয় জামে মসজিদে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ , টুঙ্গিপাড়া উপজেলা শাখার সভাপতি মো. মজিবর রহমানের সভাপতিত্বে পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি আলহাজ্ব ক্বারী তাজুল ইসলাম।
সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলনের নেতা মোঃ মজিবর রহমান বলেন, এই বাংলার জমিনে ইসলামের হুকুমত কায়েম করতে হবে। ইসলামের হুকুম কায়েম করতে পীর সাহেব চরমোনাই ছাড়া আর কোন বিকল্প নাই। আগামীতে পীর সাহেব চরমোনাই যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশে সকল জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ।
এসময় সেখানে ইসলামি আন্দোলন বাংলাদেশ এর টুঙ্গিপাড়া উপজেলা শাখার সেক্রেটারি মোঃ রমজান তালুকদার, কুশলী ইউনিয়ন শাখার সভাপতি, মোহাম্মদ আলী সরদার, সেক্রেটারি মোঃ রবিউল ইসলাম সহ উপজেলা ও ইউনিয়ন শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে উপস্থিত সকল দায়িত্বশীল কর্মীদের কে ইসলামী হুকুমত কায়েম করার লক্ষ্যে এবং দলীয় কার্যক্রম কে বেগবান করতে সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়ে শপথ পাঠ ও গ্রহণ করা হয় ।