1. live@dainikshiromoni.online : দৈনিক শিরোমনি : দৈনিক শিরোমনি
  2. info@www.dainikshiromoni.online : দৈনিক শিরোমনি :
বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সুজন সিকদার গ্রেফতার।  গোপালগঞ্জে পোলার আইসক্রিমের কাভার্ড ভ্যান ও এমাদ পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত- ২   তুহিন হত্যার প্রতিবাদে বিজয়নগরে সকল সাংবাদিকদের মানববন্ধন। বিশেষ ক্ষমতা আইনের মামলায় আ.লীগ নেতা ফয়সাল শেখ গ্রেপ্তার। গোপালগঞ্জ জেলা ও টুঙ্গিপাড়া উপজেলায় ন্যাশনাল প্রেস সোসাইটির নতুন সদস্য নিযুক্ত টুঙ্গিপাড়ায় ৫ দিনব্যাপী TCV টিকাদান ক্যাম্পেইন ২০২৫ ওরিয়েন্টেশন শুরু।। খাগড়াছড়িতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত রামুতে ইয়াবা ট্যাবলেটসহ এক যুবক আটক করেছে পুলিশ  সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদে টুঙ্গিপাড়ায় সাংবাদিকদের মানববন্ধন   ফুলপুরের ধর্ষন মামলার একআসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪ ময়মনসিংহ 

তুহিন হত্যার প্রতিবাদে বিজয়নগরে সকল সাংবাদিকদের মানববন্ধন।

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ২ বার পড়া হয়েছে

তানভীর ভুইয়া বিজয়নগর প্রতিনিধি

 

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর চলমান হামলা, নির্যাতন ও হত্যাচেষ্টার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১১ আগস্ট-বিকাল ৩টায় উপজেলা চত্বরে বিজয়নগর উপজেলার সকল সাংবাদিকবৃন্দের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

উক্ত প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে উপস্থিত ছিলেন, দৈনিক দেশ রূপান্তর-এর সাংবাদিক এস এম টিপু চৌধুরী,সাংবাদিক আব্দুর রহমান খান ওমর, ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক প্রবীর চৌধুরী রিপন, বিজয়নগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি হীরা আহমেদ জাকির, সহ-সভাপতি মোহাম্মদ মহসিন আলী, বিজয়নগর প্রেসক্লাবের সভাপতি এইচ এম জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হৃদয়, প্রেসক্লাব বিজয়নগরের সভাপতি সারোয়ার হাজারী পলাশ, সাংবাদিক মোঃ আলমগীর হোসেন, শফিকুর রহমান শাহিন, সাংবাদিক জহির শাহ্, অপূর্ব দেব, শাহিন চৌধুরী, মোশাররফ হোসেন ও সাংবাদিক মোঃ তানভীর ভূইয়া প্রমুখ।

প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনের সঞ্চালনা করেন,দৈনিক দেশ রূপান্তর-এর সাংবাদিক এস এম টিপু চৌধুরী

বক্তারা বলেন, আসাদুজ্জামান তুহিনের মতো সত্যনিষ্ঠ ও সাহসী সাংবাদিককে নির্মমভাবে হত্যা করা শুধু একজন মানুষকে হারানো নয়, এটি মুক্ত সাংবাদিকতার ওপর নগ্ন আঘাত। তারা অনতিবিলম্বে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ ও জাতির বিবেক যদি হেরে যায় তাহলে হেরে যাবে বাংলাদেশ।

বক্তারা আরও বলেন, সাম্প্রতিক সময়ে সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা, মিথ্যা মামলা, অপহরণ ও প্রাণনাশের চেষ্টা বেড়েই চলেছে। এসবের মাধ্যমে গণমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা চলছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সাংবাদিক তুহিন কোনো অস্ত্র ব্যবহার করেনি, তার কলমের মাধ্যমে সঠিক বস্তুনিষ্ঠ চিত্র তুলে ধরতে চেয়েছিল কিন্তু দুর্বৃত্তরা আপন স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এই নিরস্ত্র সাংবাদিককে হত্যা করেছে।

বক্তরা কঠোরভাবে হুশিয়ারী দিয়ে বলেন, সন্ত্রাসী যারা করে তারা কোনো দলের লোক নয়, তাদের পরিচয়;তারা সন্ত্রাসী তাই অনতিবিলম্বে দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা করতে হবে। যেন পরবর্তী এরকম ন্যাক্কারজনক ঘটনা আর না ঘটে।

মানববন্ধনে বিজয়নগরে কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা একাত্মতা প্রকাশ করে অংশ নেন। হাতে ব্যানারে তারা হত্যাকারীদের দ্রুত ফাঁসির দাবি জানান।

পরিশেষে, সাংবাদিক তুহিনের স্মরণে সকল সাংবাদিকবৃন্দ এক মিনিট নিরবতা পালন করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট