টুঙ্গিপাড়া প্রতিনিধি |
গাজীপুরে কর্মরত সাংবাদিক দৈনিক প্রতিদিনের কাগজ-এর
স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকাল ১১টা ৩০ মিনিটে টুঙ্গিপাড়া পাটগাতী বাসস্ট্যান্ড”টুঙ্গিপাড়া সাংবাদিক ঐক্য ফোরাম” ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
এতে টুঙ্গিপাড়ার সকল প্রেসক্লাবের সাংবাদিক একত্রিত হয়ে অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন নবধারা সম্পাদক মেহেদী হাসান, উপজেলা প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ ইমরান শেখ, টুঙ্গিপাড়া প্রেসক্লাব সভাপতি শওকাত হোসেন মুকুল,সাধারণ সম্পাদক আফজাল হোসেন সহ বিভিন্ন সাংবাদিক নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “সাংবাদিক তুহিনের নির্মম হত্যাকাণ্ড শুধু একজন পেশাদার সংবাদকর্মীর জীবন হরণ নয়, এটি বাকস্বাধীনতার উপরও এক আঘাত। এ হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। আমরা চাই—দেশজুড়ে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন হোক এবং সব হত্যার বিচার হোক।” বিগত দিনে সাগর রুনি হত্যাসহ, দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর নির্যাতন এবং টুঙ্গীপাড়া সাংবাদিক তপু ছেলে আরমান হত্যার দ্রুত বিচার দাবি করেন।
এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাব টুঙ্গীপাড়া সাধারণ সম্পাদক,আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি,বিপুল শেখ,আজকের দর্পণের ফারহান লাবিব,ভোরের কাগজের প্রতিনিধি শফিক শিমুল, ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি সাজু শেখ, খবর সংযোগের প্রতিনিধি শান্ত শেখ, সাংবাদিক তপু,রাকিব সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
বক্তারা আরও বলেন, যেসব সাংবাদিক এর আগে খুন হয়েছেন তাদের বিচার আজও হয়নি। সরকার ও প্রশাসনের কাছে জোর দাবি জানানো হয়, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা হোক।এ সময় উপস্থিত সাংবাদিকরা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে হত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং বিচার দাবি করেন। সাংবাদিক সমাজের ঐক্যবদ্ধ ভূমিকা ভবিষ্যতের সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তারা।