নুর মোহাম্মদ,কক্সবাজার:
কক্সবাজারের রামুতে মাদকবিরোধী অভিযানে ৫শ পিস ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৯ আগস্ট) বিকেল ৫টার দিকে রাজারকুল ইউনিয়নের ইসলামিয়া বালিকা মাদ্রাসার পার্শ্ববর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। রবিরার ১০ আগষ্ট রামু থানা পুলিশ ইয়াবাসহ আটকের বিষয়টি নিশ্চিত করেন।
অভিযানে নেতৃত্ব দেন রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) তৈয়বুর রহমান। অভিযানে ছিলেন, এসআই আবদুল খালেক, এএসআই মিলন বড়ুয়া এবং থানার অন্যান্য পুলিশ সদস্যরা।
আটক মো. জুনায়েদ রত্না ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চাকবৈঠা করিবনিয়া এলাকার মৃত কালুর পুত্র ।
পুলিশ জানান, অভিযান চলাকালে দেহ তল্লাশি করে তার কাছ থেকে ৫'শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করে রামু থানায় নিয়ে যাওয়া হয়।
রামু থানার ওসি তৈয়বুর রহমান জানান, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে এবং কোর্টে সোপর্দের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, রামু থানা পুলিশ মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।