টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
"ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে ইসলাম-ই কার্যকর পন্থা"—এই শ্লোগানকে ধারণ করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অনুষ্ঠিত হয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের থানা সম্মেলন-২০২৫।
মঙ্গলবার (৫ আগস্ট) টুঙ্গিপাড়ার পাটগাতী মরিয়ম সুপার মার্কেট প্রাঙ্গণে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, গোপালগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি এইচ.এম. ছালমান ফার্সী।
প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন টুঙ্গিপাড়া থানা শাখার সভাপতি মোঃ মুজিবুর রহমান।
সম্মেলনে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা শাখার কওমী মাদ্রাসা সম্পাদক মোঃ নিয়ামুল ইসলাম।
বক্তারা তাঁদের আলোচনায় বলেন, ইনসাফ, ন্যায়-নীতি ও কল্যাণভিত্তিক রাষ্ট্র গঠনে ইসলামের আদর্শই সর্বাধিক কার্যকর। বর্তমান সমাজে বৈষম্য ও শোষণ দূর করতে ইসলামী শিক্ষার বাস্তব প্রয়োগ অপরিহার্য।
সম্মেলনের শেষাংশে জেলা সহ-সভাপতি এইচ.এম. ছালমান ফার্সী ২০২৪-২০২৫ সেশনের টুঙ্গিপাড়া থানা কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এবং ২০২৫-২০২৬ সেশনের জন্য নতুন কমিটি গঠন করেন।
নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন:
সভাপতি: মোঃ রইসুল ইসলাম
সাধারণ সম্পাদক: মোঃ সাকিব শেখ
সম্মেলনে ইসলামী ছাত্র আন্দোলনের থানা শাখার নেতৃবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক শিক্ষার্থী, যুবসমাজ ও সাধারণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন।