নিজস্ব প্রতিনিধি |
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ মফিজ শেখ স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।
তিনি চর বাশুড়িয়া গ্রামের বাসিন্দা এবং মৃত রোকনুদ্দিন শেখের ছেলে। পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত ও শারীরিক অসুস্থতার কারণ উল্লেখ করে দায়িত্ব থেকে অব্যাহতি নেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি দলের বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তার পদত্যাগে ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
এ বিষয়ে বর্নি ইউনিয়ন আওয়ামী লীগের একাধিক নেতা জানান, মফিজ শেখ একজন সৎ ও নির্লোভ রাজনীতিবিদ ছিলেন। দলের দুঃসময়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
এদিকে তার পদত্যাগপত্র ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর ইতোমধ্যে পৌঁছে গেছে। পরবর্তী কার্যক্রম গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।