নিজস্ব প্রতিনিধি।।
অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিবের উদ্যোগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার উন্মুক্ত জলাশয়ে অনুষ্ঠিত হয়েছে “মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি-২০২৫”। এই মহতী কর্মসূচির মাধ্যমে জলাশয়ে হাজার হাজার বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়, যা এলাকার মৎস্যসম্পদ বৃদ্ধির পাশাপাশি পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
এই কর্মসূচির আয়োজক ছিলেন গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব।
অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব বলেন,
> “একটি সুস্থ, সবল ও সমৃদ্ধ জাতি গঠনে খাদ্য নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমাদের নদী-নালা, খাল-বিল ও অন্যান্য জলাশয়গুলোকে সম্পূর্ণভাবে কাজে লাগাতে হবে। আজকের এই পোনা অবমুক্তকরণ কার্যক্রমের মাধ্যমে আমরা একদিকে যেমন মাছের উৎপাদন বাড়াতে পারবো, অন্যদিকে আমাদের জেলেরা উপকৃত হবেন এবং স্থানীয় অর্থনীতিও সমৃদ্ধ হবে।”
অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব আরোও বলেন, > “আমি রাজনীতি করি না দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করি ।
টুঙ্গিপাড়া ও কোটালীপাড়াবাসীর উন্নয়নের জন্য আমি সবসময় পাশে আছি, থাকবো ইনশাআল্লাহ।”
কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, মৎস্যজীবী, তরুণ সমাজসেবী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। তারা এই কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন, > “এমন উদ্যোগ আমাদের এলাকায় খুবই প্রয়োজন। এটি পরিবেশের জন্য যেমন উপকারী, তেমনি আমাদের জীবিকার সঙ্গেও জড়িত।”