নিজস্ব প্রতিনিধি।।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রাতের আঁধারে পুলিশ পরিচয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে অন্য দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে ঘুষ নেয়ার ভিডিও জবানবন্দি নিয়েছেন অজ্ঞাত ৬ ব্যক্তি।
বৃহস্পতিবার সকালে টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন উপজেলার কুশলী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের লিকু শেখ নামের এক ব্যক্তি। তিনি রামচন্দ্রপুর বাজারে ভাঙ্গারি কেনাবেচা করেন।
সংবাদ সম্মেলনে লিকু বলেন, গত ১৫ জুলাই কোটালীপাড়ার হরিনাহাটি গ্রামের শামীম খান নামের এক ব্যক্তি আমার দোকানে একটি নছিমন গাড়ি নিয়ে আসে বিক্রির জন্য। তখন গাড়ির কাগজপত্র চাইলে বলে আগামীকাল দিয়ে যাবো। মোট ২৫ হাজার টাকায় গাড়ি বিক্রির কথাবার্তা হলে তারা পরেরদিন কাগজপত্র দেয়ার কথা বলে ২০ হাজার টাকা অগ্রিম চাইলে আমি ১৫ হাজার টাকা দেই। কিন্তু ২দিন চলে গেলেও তারা কাগজপত্র নিয়ে আসেনি। আমার সন্দেহ হলে খোঁজ নিয়ে জানতে পারি গাড়িটি চুরি করা। তখন বাকি ১০ টাকা দেয়ার কথা বলে তাদের দোকানে ডেকে পাটগাতী এলাকার এক লোকের মাধ্যমে তাদের পুলিশে ধরিয়ে দেই।
তিনি বলেন, এর কয়েকদিন পর রাতের বেলায় পুলিশ পরিচয়ে আমাকে বাড়ি থেকে ডেকে নিয়ে নদীর পাড়ে নিয়ে যায় অজ্ঞাত ৬ জন ব্যক্তি। তখন তারা ঐঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন। আমি সবকিছু বলার পর তারা টুঙ্গিপাড়া থানার দুই পুলিশ সদস্য এএসআই আব্দুল খালেক ও কনস্টেবল কাজল মন্ডলের বিরুদ্ধে ঘুষ নেয়ার জবানবন্দি দিতে বলে। তখন বলতে না চাইলেও একপর্যায়ে প্রাণভয়ে ঐ দুই পুলিশের বিরুদ্ধে তাদের শিখিয়ে দেয়া ৮০ হাজার টাকা ঘুষ দেয়ার কথা বলি।
লিকু শেখ আরও বলেন, তারপর থেকে আমি খুব আতঙ্কে রয়েছি। কারন আমি সাধারণ খেটে খাওয়া মানুষ। তাই কোন ঝামেলায় যেতে চাই না। ইতিমধ্যে বিষয়টি থানায় গিয়ে জানিয়েছি।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, ভাঙ্গারি ব্যবসায়ী লিকু শেখ বিষয়টি আমাদের জানিয়েছে। পুলিশ পরিচয়ে সাধারন মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করা দুঃখজনক। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।