খাগড়াছড়ি, প্রতিনিধি
খাগড়াছড়ি দেশ গড়তে জুলাই পদ যাত্রা উপলক্ষে প্রস্তুতিমূলক সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে। আজ 21 জুলাই সোমবার বিকালে 3.00 থেকে খাগড়াছড়ি জেলা শাপলা চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একটি ঐতিহাসিক রাজনৈতিক কর্মসূচি দেশ গড়তে জুলাই পদ যাত্রা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি এক দফা আন্দোলন আত্মহত্যা ও অঙ্গীকায়কে স্মরণ করে আয়োজন হয়েছে। এই সময় কর্মসূচি প্রধান অতিথির হিসেবে থাকবেন জুলাই বিপ্লবের এক দফা ঘোষণা ও জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম । তার সাথে নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আক্তার হোসেন, সদস্য সচিব, হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠন দক্ষিণ অঞ্চলের, সার্জিস আলম, মূখ্য সংগঠনের , সামান্তা শারমিন, জৈষ্ঠ্য যুগ্ম আহ্বায়ক, ডাঃ তাসমিন যারা, জৈষ্ঠ্য যুগ্ম সদস্য সচিব, নাসির উদ্দিন পাটোয়ারী,মূখ্য সমন্বয়কারী , আব্দুল হান্নান মাসুদ , জৈষ্ঠ্য মুখ্য সমন্বয়কারী, সুইচিং মারমা, জেলা সংগঠক।
সার্বিক তত্ত্বাবধানে থাকবেন, এডভোকেট মনজিলা ঝুমা, কেন্দ্রীয় সংগঠক। খাগড়াছড়ি শহরের চেঙ্গি স্কয়ার থেকে পদ যাত্রা শুরু করে বাজারে জগন্নাথ মন্দির দিকে বাজারে ঘুরে পদ যাত্রা করে শাপলা চত্বরে সমাবেশ অনুষ্ঠিত শেষ করেছেন।