1. live@dainikshiromoni.online : দৈনিক শিরোমনি : দৈনিক শিরোমনি
  2. info@www.dainikshiromoni.online : দৈনিক শিরোমনি :
রবিবার, ২০ জুলাই ২০২৫, ১১:৫৭ অপরাহ্ন

ডুমনি ৪৩ নং ওয়ার্ড বিএনপির নেতা রেজাউল মেম্বার এর দূর্নীতি।

  • প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার মাহবুব হাসান স্বাধীন

ডুমনি ৪৩ নং ওয়ার্ড বিএনপির মুলধারা থেকে বিচ্ছিন্ন একাংশের নিয়ন্ত্রণকারী রেজাউল করিম ওরফে সাবেক মেম্বার রেজাউল মেম্বার এর দূর্নীতির অনুসন্ধানের পরিপ্রেক্ষিতে উঠে এসেছে হাজারো অনিয়ম আর মাদকব্যবসার সিন্ডিকেট।

তথ্য অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সিনিয়র ও ত্যাগী নেতা উত্তর মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক জনাব আখতার ভাই এর উন্নয়নমুলক কর্মকাণ্ড ও রাজনীতিতে তার ত্যাগী ভাবমূর্তি কে ক্ষুন্ন করতেই একপ্রকার সিন্ডিকেট নিয়ে মাঠে নেমেছে থানার পদধারী এই বিদ্রোহী একাংশের এই রেজাউল মেম্বার। তার অপকর্মের বিরুদ্ধে তথ্য নিতে যাওয়া সাংবাদিকদের মিথ্যা মামলায় ও চাদাবাজির মামলায় ফাঁসানোর ভয় দেখানোর কাজে নিয়োজিত রয়েছে পিংক সিটি তে তার একাধিক সক্রিয় সদস্য। যার মধ্যে মানিক ও লিটন উল্লেখযোগ্য। এই মানিকের বিরুদ্ধে কিছুদিন আগে মাদকব্যবসা সহ মাদকসেবনের অভিযোগ এর সত্যতা ও ভিডিও সহ প্রমাণ পাওয়া গেছে একাধিক সূত্রে। আর লিটন যে কিনা পিংক সিটির চোরাই মালের সিন্ডিকেট ভাঙারী ব্যবসার নিয়ন্ত্রণ করে। লিটন এর সাথে কথা বলতে গেলে সে প্রথমেই ভয় ও হুমকি দেখায় যে ৩/৪ দিন আগে স্থানীয় এক সাংবাদিক কে মারধরের সাথে সে নাকি জড়িত। আর এও বলে যে এই বিষয় এ লেখালেখি হলে সে অত্র প্রতিবেদক কেও মারতে দ্বিধা বোধ করবে না, যার অডিও কল রেকর্ড প্রতিবেদকের কাছেই সংরক্ষিত আছে। এছাড়াও অত্র প্রতিবেদন চলাকালীন সে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ করলেও স্বপক্ষে কোনরকম প্রমাণ দেখাতে পারে নি।

রেজাউল মেম্বার এর বিরুদ্ধেও জানা যায় ডুমনি তে বাজার বসানোর কোন ডাক না থাকলেও তিনি একপ্রকার অদৃশ্য ক্ষমতার জোরে দীর্ঘদিন ধরে পরিচালিত করে আসছে ডুমনি বাজার। যা কিনা ডুমনি হাইস্কুল এন্ড কলেজ এর সামনে অবস্থিত। একাধিক নামপ্রকাশে অনিচ্ছুক ব্যাক্তির সাথে কথা বলে জানা যায় মুলত এই বাজারের আড়ালে চলে তার অদৃশ্য মাদক বিক্রি। তার বাড়ির সামনেই তারই এক বিশ্বস্ত সহচরের ছোট ভাই রাতে সিকিউরিটি চাকরির ছদ্মবেশে নিয়মিত ২৪ ঘন্টাই বিক্রি করে আসছে হেরোইন, ইয়াবার মত ভয়ংকর মাদক। তার হোয়াটসঅ্যাপ মেসেজ থেকে কিছুদিন আগে সে কতিপয় কিছু প্রতিপক্ষ কে ফাঁসাতে কম্পিউটার এ টাইপ করে মাদকব্যবসায়ীদের তালিকা তৈরি করে ( যা সম্পুর্ন আইন বিরোধী) যার স্কিনশটসহ যাবতীয় প্রমাণ সহ নিকটস্থ থানায় জমা দেয়া আছে। অথচ তারই পৈতৃক বাড়ীর ঠিক উল্টো বাড়ীতেই প্রকাশ্যে চলে মাদকের রমরমা ব্যবসা। আর ডুমনি বাজার সরাতে গিয়ে কিছুদিন পুর্বে তার লাঠিয়াল সন্ত্রাসী বাহিনীর বাধার মুখে স্বয়ং প্রশাসন পিছু হটতে বাধ্য হয়। যার যাবতীয় প্রমাণ ও সেইমুহুর্তে নিযুক্ত থানার উপ পরিদর্শক এর স্বাক্ষ্য সহ প্রতিবেদকের কাছে সংরক্ষিত আছে। এছাড়াও ডেসকোর জমিতে বাউন্ডারি ও বেনামি দলিলের বানোয়াট তথ্য দিয়ে কিছুদিন আগেই পিংক সিটি সংলগ্ন আনোয়ারা নামের একজন মৃত মহিলার ০৯.৮০ প্রায় ০৭ সাত কোটি টাকার জমি অবৈধ দখলের টেন্ডার নিয়ে সেখানে বাউন্ডারি নির্মাণ করে হাতিয়ে নিয়েছে কয়েক কোটি টাকা। এ বিষয় উক্ত দলিলদাতার পরিচয় অনুসন্ধান করতে গিয়ে জানা মগবাজারে অবস্থিত উল্লেখিত ঠিকানা টাই ভুয়া। শুধু তাই নয় বেশকিছু দিন পুর্বের মারামারির ঘটনার নেপথ্যের কলকাঠি নেড়েছে এই রেজাউল মেম্বার। যে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই বুরহান এর সাথে কথা বলে জানা যায় খুব শীঘ্রই ওই মামলার চার্জশিট প্রদান করা হবে।

একই সাথে ৪৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব দীদার মোল্লার সমাজসেবার কাজে ঈর্ষান্বিত হয়ে দিনের পর দিন মিথ্যা প্রপাগাণ্ডা চালিয়ে যাচ্ছে ওই নেতার বিরুদ্ধে। তাই এলাকাবাসীর প্রশ্ন এ ধরনের হীন ব্যাক্তির হাতে যিনি রাজনীতির নামে একটা সিন্ডিকেট খুলে চালিয়ে যাচ্ছে অপরাজনীতি, তার হাতে কিভাবে উড়ছে আগামী দিনের রাস্ট্র পরিচালনার টার্গেটে এগিয়ে চলা জাতীয়তাবাদ এর পতাকা!!!

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট