স্টাফ রিপোর্টার ঃ তানভীর আহমেদ সায়াদ
গোপালগঞ্জ-৩ (টুংগীপাড়া ও কোটালীপাড়া) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মোঃ হাবিবুর রহমান হাবিবের ব্যতিক্রমী উদ্যোগে টুংগীপাড়ায় অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি।
আজ সোমবার, ১৪ই জুলাই—সারাদিনব্যাপী চলা এ কর্মসূচির আওতায় উপজেলার সর্বস্তরের জনসাধারণ ও সকল স্কুলের শিক্ষার্থীদের মাঝে প্রায় তিন হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
“গাছ লাগাও, প্রাণ বাঁচাও”—এই স্লোগানে অনুষ্ঠিত কর্মসূচির উদ্দেশ্য ছিল পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং সবুজ বাংলাদেশের পথে জনসচেতনতা সৃষ্টি করা।
অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব বলেন
“পরিবেশ রক্ষায় আমাদের প্রতিটি নাগরিকের অংশগ্রহণ জরুরি। গাছ শুধু অক্সিজেনই দেয় না, বরং এটি আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার গুরুত্বপূর্ণ অংশ। আমি চাই, আগামী প্রজন্ম যেন একটি সবুজ, নির্মল বাংলাদেশ পায়।”
এ সময় স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ পরিবেশপ্রেমীরা অংশ নেন এবং অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
উল্লেখ্য, হাবিবুর রহমান হাবিব এর আগেও নানা সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।