1. live@dainikshiromoni.online : দৈনিক শিরোমনি : দৈনিক শিরোমনি
  2. info@www.dainikshiromoni.online : দৈনিক শিরোমনি :
শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর মামলায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান গ্রেপ্তার,  টুঙ্গিপাড়ায় ইউপি সদস্য সামাদ মুন্সি গ্রেফতার, টুংগীপাড়া পুলিশের গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রদ্রোহ প্রতারণার একাধিক অভিযোগে মামলায়। টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাকে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে মারধর অভিযোগ। টুঙ্গিপাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা — সংবাদ সম্মেলনে জিবেশ বাড়ইয়ের অভিযোগ। আশুলিয়ায় নারীসহ দুই প্রতারক গ্রেফতার। গোপালগঞ্জে টুঙ্গিপাড়া থানায় চোর চক্রের মূলহোতা গ্রেফতার। গোপালগঞ্জে টুঙ্গিপাড়া ইউপি সদস্য শরিফুল মুন্সির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। গোপালগঞ্জর টুঙ্গিপাড়ায় ইউপি সদস্য সামাদ মুন্সির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও প্রতারণার অভিযোগে মামলা। শেখ রাসেল শিশু পার্কে অনৈতিক কার্যকলাপ ও চাঁদাবাজিতে মুখ ফিরিয়ে নিচ্ছে দর্শনার্থীরা, উদ্বিগ্ন টুঙ্গিপাড়ার সচেতন মহল। টুঙ্গিপাড়া-কোটালিপাড়ায় অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি- অনুষ্ঠিত

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর মামলায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান গ্রেপ্তার, 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১ বার পড়া হয়েছে

 

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ)প্রতিনিধিঃ

 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান সামাদ মুন্সি আজ (১০ জুলাই ২০২৫) দুপুর ২টার দিকে উপজেলা পরিষদ থেকে বের হওয়ার সময় গ্রেপ্তার হয়েছেন।

জানা যায়, তিনি উপজেলা পরিষদে একটি মিটিংয়ে অংশ নিয়ে বের হওয়ার সময় টুঙ্গিপাড়া থানার একটি চৌকস টিম, ওসি খোরশেদ আলম এর নির্দেশে তাকে আটক করে। গ্রেপ্তারের নেতৃত্ব দেন এসআই মনির হোসেন সঙ্গে ছিলেন এএসআই খালেকুজ্জামান।

সামাদ মুন্সী,পিতা মৃত ছবের মুন্সি, গ্রাম দক্ষিণ বর্নি ইউনিয়ন বর্নি, টুঙ্গীপাড়া, গোপালগঞ্জ।

পুলিশ জানায়, ইউপি সদস্যের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে, পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় জড়িত ছিল বলে তথ্য প্রমাণ পাওয়া যায়। মামলা নং টুঙ্গী-২ দায়ের করা হয়েছিল ০৩-২-২০২৫ গত ২ ফেব্রুয়ারি ২০২৫ রাত আনুমানিক ৮ ঘটিকার সময় টুঙ্গীপাড়া তৎকালীন খান সাহেব শেখ মোশারফ হোসেন উচ্চ বিদ্যালয় সামনে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। পুলিশ ৬/১০/১২ ও ১৩ ধারায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা ও পেনাল কোড ১৮৬০ অনুযায়ী ১০৫ জনকে এজাহার ভুক্ত ও ৪৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা রুজু করে। সামাদ মুন্সিকে পুলিশ দীর্ঘদিন ধরে নজরদারিতে রেখে ছিলেন। অবশেষে গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

সন্ত্রাস বিরুদ্ধে আইন মামলার আই ও, মনির হোসেন জানান এই মামলায় প্রায় ৩০ জনকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, “তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে গোপালগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।”

গ্রেপ্তারের পর স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই বলছেন, এই গ্রেপ্তারের পেছনে রাজনৈতিক প্রভাব থাকতে পারে, আবার কেউ কেউ বলছেন, এটি ন্যায়সঙ্গত আইনি পদক্ষেপ।

স্থানীয় প্রশাসন বলছে, কেউ অপরাধ করলে তার পরিচয় না দেখে আইনের আওতায় আনা হবে।

এদিকে আওয়ামী লীগের স্থানীয় কিছু নেতা বিষয়টি নিয়ে মুখ না খুললেও অনেকেই ভেতরে ভেতরে অসন্তোষ প্রকাশ করছেন। তবে টুঙ্গিপাড়া থানা বলছে, “আমরা দল নয়, অপরাধী দেখি।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট