গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ
গোপালগঞ্জে টুঙ্গিপাড়া থানায় সম্প্রতি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, যেখানে স্থানীয় চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে এই গ্রেফতার অভিযান পরিচালনা করে। অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন সময়ে চুরির সাথে জড়িত ছিল, যা এলাকাবাসীর জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। পুলিশ তার কাছ থেকে চোরাইকৃত মোটরসাইকেলটি উদ্ধার করে ও টুঙ্গিপাড়া থানা একটি রেগুলার মামরা রুজো করে। যাহা, মামলা নং টুঙ্গি
-০৫, তারিখ- ০৫/৭/২০২৫; জি আর নং-৬৭, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড।
গ্রেফতারকৃত আসামী ১। মোঃ রায়হান শেখ (৩০), পিতা-মোঃ বাবুল শেখ, সাং-চর গোপালপুর, থানা- টুঙ্গিপাড়া, জেলা- গোপালগঞ্জকে যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ পূর্বক এই প্রতিবেদন দাখিল করিতেছি যে, ধৃত আসামী মোঃ রায়হান শেখ (৩০) সহ অজ্ঞাতনামা আসামীরা অত্র মামলার বাদীর বসত বাড়ীর গেইটের তালা সু-কৌশলে ভেঙ্গে ঘটনাস্থল সিড়ির নিচ হইতে বাদীর মালিকানাধীন নীল রংয়ের FZS V3 মডেলের ইয়ামাহা ১৫০ সিসি মোটর সাইকেল (মূল্য অনুমান ২,৯৫,০০০/-টাকা) যাহার ইঞ্জিন নং-G3J3E049 1812, চেচিস নং-ME1RG 44B9K0056842 চুরি করিয়া নিয়া যায়। পরবর্তীতে বিশ্বস্থ সোর্সের মাধ্যমে ইং ০৫/৭/২০২৫ তারিখ বিকাল ৫:৪৫ ঘটিকার সময় টুঙ্গিপাড়া থানাধীন তারাইল বাজার হতে গ্রেফতার করা হয়।পরে তার হেফাজত হতে চোরাইকৃত নীল রংয়ের FZS V3 গাড়িটি তালিকামূলে জব্দ করি। অত্র মামলার প্রাথমিক তদন্তকালে আসামী ঘটনার সহিত জড়িত থাকার ব্যাপারে সুনির্দিষ্ট সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে। পরে আসামিকে আদালতে প্রেরণ করা হয়।
ঘটনার সাথে জড়িত অন্যদের ধরতে তদন্ত চালিয়ে যাচ্ছে। এই গ্রেফতার স্থানীয় নিরাপত্তা বাড়াতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে। অভিযানটি পরিচালনা করে টুঙ্গীপাড়া থানার এসআই মনির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম। চোরাইকৃত মোটরসাইকেল ও চোরের সম্পর্কে জানতে চাইলে এসআই মনির হোসেন মুঠোফোনে তিনি সাংবাদিকদের বলেন বিগত অনেকদিন যাবত এই চোর চক্র টুঙ্গীপাড়ায় থানার বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল এবং অটো ভ্যান বিভিন্ন বাড়িত থেকে দীর্ঘদিন ধরে চুরি করে আসছিল। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ধারণা এই চোর চক্রটি বিগত দিনে টুঙ্গিপাড়া থেকে যত মোটরসাইকেল ও অটো ভ্যান চুরি হয়েছে এরাই চুরি করতে পারে। গতকাল ৫ ই জুলাই ২০২৫ ইং, টুংগীপাড়া থানার একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে টুঙ্গিপাড়া তাড়াইল সড়কে তাকে খুঁজে পেয়ে হাতে নাতে গ্রেফতার করতে সক্ষম হই। এর কিছু দিন আগে টুঙ্গীপাড়া থানার কাজিরপুল থেকে এসআই মনির হোসেনের একটি মোটরসাইকেল চুরি করেছিল। এসব বিষয়টি নিশ্চিত করেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম। তিনি বলেন, আমাদের অভিযান চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত টুঙ্গিপাড়াকে চোর মুক্ত না হবে।