1. live@dainikshiromoni.online : দৈনিক শিরোমনি : দৈনিক শিরোমনি
  2. info@www.dainikshiromoni.online : দৈনিক শিরোমনি :
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় নারীসহ দুই প্রতারক গ্রেফতার। গোপালগঞ্জে টুঙ্গিপাড়া থানায় চোর চক্রের মূলহোতা গ্রেফতার। গোপালগঞ্জে টুঙ্গিপাড়া ইউপি সদস্য শরিফুল মুন্সির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। গোপালগঞ্জর টুঙ্গিপাড়ায় ইউপি সদস্য সামাদ মুন্সির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও প্রতারণার অভিযোগে মামলা। শেখ রাসেল শিশু পার্কে অনৈতিক কার্যকলাপ ও চাঁদাবাজিতে মুখ ফিরিয়ে নিচ্ছে দর্শনার্থীরা, উদ্বিগ্ন টুঙ্গিপাড়ার সচেতন মহল। টুঙ্গিপাড়া-কোটালিপাড়ায় অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি- অনুষ্ঠিত সাংবাদিকতার নামে চাঁদাবাজি!!!  টুংগীপাড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক জসিমের একমাত্র কন্যা পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু, গভীর শোক প্রকাশ। টুঙ্গিপাড়ায উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন,সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলু। টঙ্গীতে বাড়ি দখলে নিতে গিয়ে যুবলীগ নেতা গ্রেপ্তার।

গোপালগঞ্জে টুঙ্গিপাড়া ইউপি সদস্য শরিফুল মুন্সির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ।

  • প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ২নং বর্নি ইউনিয়নের ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল মুন্সির বিরুদ্ধে অনিয়ম, প্রতারণা ও সরকারি ত্রাণ আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে।

 

ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘ ১৫ বছর ধরে বর্নি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে শরিফুল মুন্সি এবং অনেক নিরীহ মানুষের কাছ থেকে চৌকিদার পদে চাকরি দেয়ার আশ্বাস দিয়ে অনেকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা গ্রহণ করেন। কিন্তু বাস্তবে কাউকে কোনো চাকরির ব্যবস্থা করে দিতে পারেননি। এছাড়াও, সিংগীপাড়া গ্রামের বিভিন্ন মানুষের জমি জোরপূর্বক দখলেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

সম্প্রতি, গত ২৪ জুন ২০২৫ তারিখে ‘ভিজিডি’ (VWB) কার্ডের মাধ্যমে প্রত্যেক উপকারভোগীকে ৩০ কেজি চাল দেয়ার কথা থাকলেও, অনেকেই মাত্র ২৫ কেজি কিংবা তার চেয়েও কম পরিমাণ চাল পেয়েছেন বলে অভিযোগ করেছেন। কেউ কেউ ৫-৭ কেজি পর্যন্ত চাল কম পেয়েছেন। বিষয়টি জানাজানি হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাৎক্ষণিকভাবে চাল বিতরণ কার্যক্রম স্থগিত করেন এবং তদন্তের নির্দেশ দেন ও পরবর্তীতে স্থানীয়দের কাছ থেকে জানা যায় যে দীর্ঘ ১৫ বছর ধরে শরিফুল মেম্বার এরকমের অনেক অনিয়মের কাজ করে আসছিলেন এখনও সেই কাজগুলো চালিয়ে যাচ্ছেন প্রশাসনের প্রতি বিনীত আহ্বান জানিয়েছে স্থানীয় জনগণ যাতে এরকমের কাজ পরবর্তীতে শরিফুল মেম্বার এর মত আর কোন মেম্বার করতে না পারে এবং স্থানীয় একাধিক ভুক্তভোগী জানান, তারা সঠিক পরিমাণ চাল পাননি এবং বারবার অভিযোগ করলেও কোনো প্রতিকার মেলেনি।

 

এ বিষয়ে ইউপি সদস্য শরিফুল মুন্সির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য এখনো পাওয়া যায়নি। এদিকে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত চাল বিতরণ কার্যক্রম স্থগিত থাকবে বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

 

বিষয়টি এখন তদন্তাধীন এবং সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট