নিজস্ব প্রতিনিধি।
পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যে গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালিপাড়া) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মো. হাবিবুর রহমান হাবিবের উদ্যোগে অনুষ্ঠিত হলো “বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫”।
“গাছ লাগাও, প্রাণ বাঁচাও”—এই স্লোগানকে সামনে রেখে টুঙ্গিপাড়া ও কোটালিপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, পরিবেশপ্রেমী তরুণরা, কৃষক, শ্রমিক, দিনমজুরসহ সর্বস্তরের জনগণ। তারা সকলে স্বতঃস্ফূর্তভাবে এই মহৎ উদ্যোগে অংশগ্রহণ করেন এবং নিজেদের এলাকায় গাছ রোপণের অঙ্গীকার করেন।
অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব বলেন,
“একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য ভবিষ্যৎ গড়তে হলে এখনই প্রকৃতির প্রতি আমাদের দায়িত্ব নিতে হবে। এই বৃক্ষরোপণ কর্মসূচি তারই একটি ক্ষুদ্র কিন্তু দৃঢ় পদক্ষেপ। আমি চাই এই উদ্যোগের মাধ্যমে আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী রেখে যেতে।”
তিনি আরও জানান, এই কর্মসূচির আওতায় হাজারো চারা বিতরণ ও রোপণ করা হয়েছে এবং ভবিষ্যতেও এটি ধারাবাহিকভাবে চলমান থাকবে।
বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থী, কৃষক, শ্রমজীবী মানুষ ও সাধারণ জনগণের মাঝে গাছের চারা বিতরণ করা হয়, যা পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব একজন পরিচিত সমাজসেবক ও পরিবেশ সচেতন ব্যক্তিত্ব হিসেবে এলাকায় সুপরিচিত। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে জড়িত রয়েছেন।
এই বৃক্ষরোপণ কর্মসূচি তাঁর পরিবেশবান্ধব দৃষ্টিভঙ্গিরই একটি বাস্তব উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “এ রকম পরিবেশমুখী পদক্ষেপ আমাদের এলাকায় সচেতনতা গড়ে তুলবে এবং আগামীতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকুক, সেটাই আমরা চাই।”