খাগড়াছড়ি, প্রতিনিধি
রাঙ্গামাটি পার্বত্য জেলা , রাইংখ্যং রাজগুরু অগ্রবংশ উচ্চ বিদ্যালয়। প্রধান শিক্ষক উপন তঞ্চঙ্গ্যা, মোট শিক্ষকের সংখ্যা ০৭ জন, শিক্ষার্থীর সংখ্যা ৬ষ্ঠ শ্রেণি ৩৫, ৭ম শ্রেণি ৩৫, ৮ম শ্রেণি ২৫, ৯ম শ্রেণি ১৫, ১০ম শ্রেণি ২০ মোট শিক্ষার্থী ১৩০ জন। বিদ্যালয়ে শিক্ষার্থীর অনুপাতে শ্রেণি কক্ষের যথেষ্ট ঘাতটি রয়েছে। শিক্ষার্থীরা অনেক ক্লান্ত করে ক্লাসে বসে। এখানে ছাত্র ও ছাত্রীদের দেখানো জন্য বোড পর্যাপ্ত ব্যবস্থা নেই, ফলে শিক্ষক ও শিক্ষার্থীরা অনেক কষ্টে করে বিদ্যালয়ে যাতায়াত করেন। স্কুলটি পাহাড়ের ভালু জায়গায় হওয়ায় এখানে চলাচলের কাঁচা রাস্তা প্রায়ই নষ্ট হয়ে যায়, এই পাকা রাস্তার প্রয়োজন। বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের বসার জন্য বেঞ্চের যথেষ্ট অভাব রয়েছে, এছাড়াও শিক্ষকদের ও ভালো কোন চেয়ার টেবিল নেই, বিদ্যালয় অফিস কক্ষে কোন আলমারি নেই। বলা যায় বিদ্যালয়ে অনেক প্রয়োজনীয় কাগজ পত্রের অভাব রয়েছে। বৈদুতিক সংযোগ থাকা সত্তেও এখানে শ্রেণিকক্ষে বৈদুতিক পাখার ব্যবস্থা নেই, তাই অনেক কষ্টে রয়েছে শিক্ষক ও শিক্ষার্থীরা। আধুনিক প্রযুক্তির শিক্ষাদানের জন্য এখানে কোন কম্পিউটার ল্যাব ব্যবস্থা নেই, ফলে শিক্ষার্থীরা প্রযুক্তি বিষয়ে জ্ঞান লাভ হতে বঞ্চিত হচ্ছে।
বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য পৃথক কোন টয়লেটের ব্যবস্থা নেই। এখানে আরো তিন-চারটি ভালো টয়লেট ব্যবস্থার প্রয়োজন। এই বিদ্যালয়ের উন্নয়ন করতে আশাষ দিয়েছেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অংচিংনু মারমা বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশনে।