খাগড়াছড়ি প্রতিনিধি
পার্বত্য চট্টগ্রামে বিষয়ক মন্ত্রণালয় উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও তার ব্যক্তিগত সহকারী যুগ্মসচিব অংকন চাকমা অপসারণ সহ চার দফা দাবি করেছি। মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠীর পক্ষ থেকে ত্রিপুরা ও মারমা সচেতন নাগরিক সমাজ এই দাবিতে সাত দিনের আল্টিমেটাম দিয়েছে।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সমূহে মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠীর প্রতিনিধি নিশ্চিত করা হচ্ছে না। আগামী সাত দিনের মধ্যে পার্বত্য চট্টগ্রামের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও যুগ্মসচিব কংকন চাকমা অপসারণ না করা হলে, বিক্ষুব্ধ জনগোষ্ঠীর সাথে রাজ পথে কঠোর অবরোধ কর্মসূচির দিতে বাধ্য হবে।
সমাবেশ সভাপতি করেন মারমা ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক রুমেল মারমা। এত আরো বক্তব্য রাখেন সরোজ কান্তি ত্রিপুরা, চাইলাপ্র মারমা ,প্রকৌশলী ক্যরী মারমা মহিলা নেত্রী উক্রাচিং মারমা ।
সমাবেশ শেষের বিক্ষোভ মিছিল করে শাপলা চত্বরে থেকে ঘুরে জেলা প্রশাসক কার্যালয়ের গিয়ে শেষ হয়েছে। পরে জেলা প্রশাসক মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।