মোঃ আঃ কুদ্দুস স্টাফ রিপোর্টাস
গাজীপুরের টঙ্গীতে বাড়ি দখল নিতে গিয়ে গাজীপুর মহানগর যুবলীগ নেতা মেজবাহ উদ্দিন সরকার রুবেলকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে গাজীপুর ও রাজধানী ঢাকার বিভিন্ন থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টার ঘটনায় একাধিক মামলা রয়েছে।
মঙ্গলবার (০১ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে টঙ্গীর আরিচপুর এলাকার গিয়াস উদ্দিন সরকার তার ভাই আমান সরকার ও জামান উদ্দিন সরকারের দখলে থাকা প্রায় দেড় বিঘার জমি ও বসতবাড়ি দখল করতে যান মেজবাহ উদ্দিন সরকার রুবেল ও তার সমর্থকরা। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরে যুবলীগ নেতা মেজবাহ উদ্দিন সরকার রুবেলকে একটি কক্ষে আটক ও তার সমর্থকদের মারধর করা হচ্ছে এমন তথ্য জানিয়ে জাতীয় জরুরী পরিষেবা ৯৯৯ এ ফোন করেন। পরে পুলিশ যুবলীগ নেতা ও তার সমর্থকদের উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এতে উভয়পক্ষের অন্তত তিনজন আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
বিকেলে পুলিশের জিজ্ঞাসাবাদে যুবলীগ নেতা মেজবাহ উদ্দিন রুবেল সরকার জমি ও বাড়ি দখলের ঘটনাটির দায় স্বীকার করেছেন।
টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যার চেষ্টার ঘটনায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে বিকেল পাঁচটার দিকে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।
গাজীপুর মহানগর দক্ষিণ গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার অশোক কুমার পাল বলেন, গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টার ঘটনায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার তাকে আদালতে পাঠানো হবে।