1. live@dainikshiromoni.online : দৈনিক শিরোমনি : দৈনিক শিরোমনি
  2. info@www.dainikshiromoni.online : দৈনিক শিরোমনি :
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৭:৪৫ পূর্বাহ্ন

টুংগীপাড়া অনুষ্ঠিত হলো পাট চাষী প্রশিক্ষণ ।

  • প্রকাশিত: বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিনিধিঃ

 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় ২৮ মে ২০২৫ তারিখে অনুষ্ঠিত হলো পাট চাষিদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কর্মশালা। “উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (প্রথম সংশোধিত)” প্রকল্পের আওতায় এই কর্মশালার আয়োজন করা হয়। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এই প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার পাট চাষিরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা পাট কর্মকর্তা মোহাম্মদ লুৎফর রহমান। তিনি পাট চাষে আধুনিক প্রযুক্তির প্রয়োগ, উচ্চ ফলনশীল পাটবীজের ব্যবহার এবং পাট পচনের উন্নত পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মইনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম ও টুঙ্গিপাড়া পাট অধিদপ্তরের উপসহকারী কর্মকর্তা রিগান বিশ্বাসসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী চাষিদের আধুনিক পাট চাষের কলাকৌশল, পাটবীজ উৎপাদন ও সংরক্ষণ, এবং পাট পচনের উন্নত পদ্ধতি সম্পর্কে অবহিত করা হয়। এছাড়াও, পাট চাষে পরিবেশবান্ধব ও টেকসই প্রযুক্তির ব্যবহার সম্পর্কে চাষিদের সচেতন করা হয়।

এই প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে চাষিরা পাট চাষে আধুনিক প্রযুক্তির প্রয়োগ ও উন্নত পদ্ধতির ব্যবহার সম্পর্কে জ্ঞান অর্জন করেন, যা ভবিষ্যতে তাদের পাট উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট