1. live@dainikshiromoni.online : দৈনিক শিরোমনি : দৈনিক শিরোমনি
  2. info@www.dainikshiromoni.online : দৈনিক শিরোমনি :
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৬:৪০ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের সলঙ্গাতে গোয়ালঘরের তালা ভেঙে ৫ গরু চুরি ক্ষতির পরিমাণ দুই লক্ষ টাকা ।

  • প্রকাশিত: রবিবার, ১৮ মে, ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ ফারুক আহমেদঃ

গোয়াল ঘরের তালা ভেঙে এক কৃষকের পাঁচটি গরু চুরি করে নিয়ে গেছে চোরের দল। আয়ের একমাত্র অবলম্বন গরুগুলোকে হারিয়ে আর্তনাদ করছেন কৃষক আবু সাঈদ। গত ১৫ তারিখ শুক্রবার দিন রাতে সিরাজগঞ্জ জেলায় রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানাতে ৩নং ধুবিল ইউনিয়নের ২নং ওয়ার্ড আমশড়া গ্রামে এই চুরির এ ঘটনা ঘটে।কৃষক আবু সাঈদ জানান, প্রতিদিনের মতো শুক্রবার সন্ধ্যায় তিনি তার গোয়ালঘরে গরুগুলোকে খাবার দিয়ে আসেন। পরে গোয়াল ঘরের দরজায় তালা দিয়ে নিজের ঘরে এসে ঘুমিয়ে পড়েন। রাত ১১টার দিকে বৃষ্টি নামলে বৃষ্টির থেমে যাওয়ার পরে রাত ১২টা ১৫ মিনিটে গরুগুলো আবার দেখে আসার পর আবারও নিজের ঘরে ঘুমিয়ে পড়েন। ভোর ৪টায় ঘুম থেকে উঠে গোয়ালঘরে গিয়ে দেখেন দরজার তালা ভাঙা গরু নেই। তখন তিনি চিৎকার করতে থাকেন। সকালে কৃষক আবু সাঈদ কান্নাজড়িত কণ্ঠে বলেন, গোয়ালঘরে ৫টি গরু ছিল। চোরের দল দুইটি গর্ভপতি গাভী, ২টি বড় গাভিসহ একটি মাঝারি বাছুর গরু নিয়ে যায়। গাভী গুলির সন্ধান পাওয়ার আশায় সে সব সময় গোয়াল ঘরের দরজায় বসে থাকেন।

আবু সাঈদ আরও বলেন, গাভিগুলো দৈনিক ১০ থেকে ১২ লিটার দুধ দিত। দুধ বিক্রি করে কোনো মতে তাঁর সংসার চলত।

আবু সাঈদের স্ত্রী জানান, প্রতিদিন তিনি সন্তানের মতো করেই গাভি ও বাছুরগুলোকে গোছল ও খাবার খাওয়ানোর কাজটি করতেন।

আবু সাঈদের মেয়ের জামাই শহিদুল ইসলাম জানান, এই গরুর গুলির মধ্যে আমার দুটি গরু আছে।চারটি গরু যার আনুমানিক বাজার মূল্য ২ লক্ষ টাকা। সাঈদের মেয়ে সুর্বনা চুরির খবর শুনে তিনি বাবার বাড়িতে আসেন তার বাবার আয়ের উৎস ছিল গরুর দুধ বিক্রির টাকা। তিনি চুরি হওয়া গরু উদ্ধারে পুলিশের সহযোগিতা কামনা করেন।

এ বিষয়ে সলঙ্গা থানায় জিডি করা হয়েছে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামূল হক এই প্রতিনিধিকে জানান, তিনি চুরির ঘটনার খবর শুনেছেন। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান আছে।

 

 

 

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট