1. live@dainikshiromoni.online : দৈনিক শিরোমনি : দৈনিক শিরোমনি
  2. info@www.dainikshiromoni.online : দৈনিক শিরোমনি :
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৭:৩৪ পূর্বাহ্ন

মনোহরদীর দক্ষিণ হাফিজপুরে জমি সংক্রান্ত বিরোধে হামলা, আহত ৪।

  • প্রকাশিত: শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

 

মোঃ আঃ কুদ্দুস স্টাফ রিপোর্টা

নরসিংদীর মনোহরদী উপজেলার দক্ষিণ হাফিজপুরে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় চারজন আহত হয়েছেন। শুক্রবার (১৬ মে) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে চালাকচর ইউনিয়নের দক্ষিণ হাফিজপুর এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন—মো. আউয়াল (৬০), আবুল কালাম (৩৫), মো. আবু বক্কর (৩০) এবং হাবিবা (২৫)। তাদের মধ্যে মো. আউয়ালের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

থানা পুলিশ ও ভুক্তভোগীদের অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে আম কুড়ানোকে কেন্দ্র করে শহিদুল্লাহর নেতৃত্বে ৬-৭ জন হামলাকারী লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে ওই চারজনের ওপর অতর্কিতে হামলা চালায়।

এ বিষয়ে অভিযুক্ত শাহিনুরের (৩০) স্বামী আবু বক্কর জানান, “জমি-জমা নিয়ে আমাদের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এই ঘটনার পেছনেও সেই পুরনো বিরোধ জড়িত।”

মনোহরদী থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, “ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতাল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট