1. live@dainikshiromoni.online : দৈনিক শিরোমনি : দৈনিক শিরোমনি
  2. info@www.dainikshiromoni.online : দৈনিক শিরোমনি :
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৭:২৫ পূর্বাহ্ন

টুঙ্গিপাড়ায় খালে স্নান করতে গিয়ে পা পিছলে বুদ্ধি প্রতিবন্ধীর মৃত্যু।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার তানভীর আহমেদ সায়াদ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গোসলে গিয়ে পা পিছলে খালে পড়ে প্রদীপ হাজরা ( প্রো ) নামের এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮ টায় উপজেলার সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের সামনের খালে এঘটনা ঘটে।

মৃত প্রদীপ হাজরা (৪৫) পৌর এলাকার ৮ নং ওয়ার্ডের চিত্তরঞ্জন হাজরার ছেলে। সে জন্ম থেকেই মানসিক ভারসাম্যহীন ছিল।

এতথ্য নিশ্চিত করে মৃতের চাচাতো ভাই কালিদাস হাজরা বলেন, বৃহস্পতিবার সকালে প্রদীপ হাজরা (প্রো) বাড়ির পাশে কলেজের ঘাটে গোসল করতে যায়। সিঁড়ি থেকে নামার সময় পা পিছলে খালে পড়ে দাপাদাপি করতে থাকে সে। তখন খালের ওপার থেকে এক যুবক দেখতে পেয়ে তাকে উদ্ধার করে পরিবারের লোকজনকে খবর দেয়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডাঃ মাহবুবুর রহমান বলেন, পরিবারের লোকজন প্রদীপ হাজরা নামের ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। এটা কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত করলে পরিবারের লোকজন মৃতদেহটি নিয়ে চলে যায়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট