1. live@dainikshiromoni.online : দৈনিক শিরোমনি : দৈনিক শিরোমনি
  2. info@www.dainikshiromoni.online : দৈনিক শিরোমনি :
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৭:১৪ পূর্বাহ্ন

গোপালগঞ্জ সড়ক বিভাগের নানা অনিয়মের অভিযোগ তদন্তে দুদকের অভিযান।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,

গোপালগঞ্জ সড়ক বিভাগের রক্ষনাবেক্ষন কাজ সহ রাস্তা নির্মানে ব্যাপক অনিয়ম ও লুটপাটের অভিযোগ বিষয়ে দুদকের ২টি টিম অভিযান শুরু করেছে।

দুদক গোপালগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায় জানান, আজ বৃহস্পতিবার দিনভর তারা গোপালগঞ্জ সড়ক বিভাগ হতে ডকুমেন্ট সংগ্রহ করে টেকেরহাট-ঘোনাপাড়া ৩৯ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক নির্মানে দীর্ঘসূত্রিতা ও অনিয়মের সরেজমিন তথ্য সংগ্রহ করে। এছাড়া ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের হরিদাসপুর ব্রীজের লাইট দীর্ঘদিন থেকে নষ্ট হলেও মেইনটেইনেন্স না করায় জনদুর্ভোগের বিষয়ে সরেজমিনে তথ্য সংগ্রহ করা হয়।

অন্যদিকে, গোপালগঞ্জের ঘোনাপাড়া থেকে টুঙ্গিপাড়া সড়কে ৩০ ওয়াটের স্ট্রিট লাইটের পরিবর্তে ২০ ওয়াট লাইট দেয়ায় আলো কম হয়ে জনদুর্ভোগ ও ঠিকাদারের সাথে যোগসাজশ করে বিপুল অর্থ আত্মসাৎ বিষয়ে সরেজমিনে লাইট পরিদর্শন করা হয়। এছাড়া সদর উপজেলার মধুমতি নদীর উপর নির্মিত চাপাইল ব্রীজের লাইট দীর্ঘদিন নষ্ট থাকায় সন্ধ্যার পর সেখান দিয়ে এক পারের মানুষ অন্যপারে চলাচল করতে ভয় পায় ও দুর্ভোগের স্বীকার হওয়ার বিষয়ে সরেজমিন তথ্য সংগ্রহ করা হয়।

এসব অনিয়ম ও অভিযোগ তদন্ত করে দুদুকের টিম সত্যতা পেয়েছেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়ে ব্যবস্থা গ্রহন করা হবে বলে দুদুক কর্মকর্তারা জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট