1. live@dainikshiromoni.online : দৈনিক শিরোমনি : দৈনিক শিরোমনি
  2. info@www.dainikshiromoni.online : দৈনিক শিরোমনি :
শনিবার, ২৬ জুলাই ২০২৫, ০৮:২৫ অপরাহ্ন

টুংগীপাড়া ওএমএস ডিলারের হাতে যুবকে শারীরিক নির্যাতনের অভিযোগ ।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাজারে ওএমএস (ওপেন মার্কেট সেল) ডিলার বিভাস হাজরার বিরুদ্ধে একজন যুবককে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী জয় সাহা পাটগাতী গ্রামের বাসিন্দা বাবু সাহার ছেলে, জানান যে তিনি প্রায় পাঁচ থেকে সাত দিন ধরে ডিলারের কাছ থেকে চাল সংগ্রহ করতে গিয়ে ব্যর্থ হন। তিনি অভিযোগ করেন, ডিলার তার কিছু ব্যবসায়িক সহযোগীদের প্রতিদিন ২০ থেকে ৫০ কেজি করে চাল সরবরাহ করলেও সাধারণ গ্রাহকদের পাঁচ কেজি চালও দেন না। চাল না পেয়ে প্রতিবাদ করলে ডিলার ও তার সহযোগীরা তাকে মারধর করেন।

এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা জানান, অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে বিভাস হাজরা সাংবাদিকদের কাছে অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেন, তিনি কাউকে শারীরিকভাবে নির্যাতন করেননি। জানা যায়, এর আগে পাটগাতী লঞ্চঘাট এলাকায় এক মহিলাকেও শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট