1. live@dainikshiromoni.online : দৈনিক শিরোমনি : দৈনিক শিরোমনি
  2. info@www.dainikshiromoni.online : দৈনিক শিরোমনি :
শনিবার, ২৬ জুলাই ২০২৫, ০৮:৩২ অপরাহ্ন

আরমানের পিতা সাংবাদিক তপু শেখ কে মোবাইলে হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে হুমকি।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি।

এ বিষয়ে ভুক্তভোগী আরমানের পিতা সাংবাদিক তপু শেখ টুঙ্গীপাড়া থানা একটি সাধারণ ডাইরি করেন।

জনাব, আমি নিম্নস্বাক্ষরকারী মোঃ তপু শেখ (৪২), পিডা: শেখ খলিলুর রহমান, মাতা তাছলিমা বেগম, জাতীয় পরিচয় পত্র নং: ২৩৮০১০১৪০৮ ঠিকানা (স্থায়ী) বাড়ী, গ্রাম বনি ইউনিয়ন/ওয়ার্ড-বনি, থানা টঙ্গীপাড়া, জেলা গোপালগঞ্জ ও ঠিকানা (বর্তমান), গ্রাম, ইউনিয়ন/ওয়ার্ড, থানা, টুঙ্গিপাড়া ,জেলা গোপালগঞ্জ

আমি থানায় হাজির হইয়া বিবাদী ১। রিয়েল শেখ (২৫), পিতা- মিজান শেখ, সাং- গিমাডাঙ্গা, থানা- টুঙ্গিপাড়া, জেলা- গোপালগঞ্জ এর বিরুদ্ধে সাধারন ডায়রীর আবেন করিতেছি যে, ইং ১২/০৫/২০২৪ তারিখ আমার ছেলে আরমান শেখকে অজ্ঞাত এক বা একাধিক লোকজন হত্যা করে। এ সংক্রান্তে টুঙ্গিপাড়া থানায় একটি করা হয় মামলা নং ৮, তাি ১২/০৫/২০২৪ রুজু করা হয়। বিবাদী রিয়েল শেখ আমাকে প্রায়ই বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে চাপ প্রয়োগ করে। গত ২৪/০৪/২০২৫ তারিখ আমার হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে হুমকি প্রদান করে যে তুই তোর ছেলের খুনের বিষয়ে মামলার তদন্তকারী অফিসারের নিকট আমার নাম বলেছিস, তোকে আমি দেখে নিব”। এমনকি  আমার পরিবারের যে কোন ধরনের ক্ষতি করবে বলিয়া হুমকি প্রদান করে। বিবাদী আরো হুমকি প্রদান করে যে আমি এলাকায় না থাকলেও এলাকায় আমার লোকা দিয়ে তোকে দেখে নিব। বিবাদী আমার যে কোন ধরনের ক্ষতি করবে বলিয়া হুমকি প্রদান করে। এমতাবস্থায়, উপরোক্ত বিষয়টি ভবিষ্যতের জন্য সাধারন ডাইরীভূক্ত ক রাখা একান্ত প্রয়োজন।

ভুক্তভোগী তপু শেখ আর জানান যে আরমানের হত্যার সাথে যারা জড়িত ছিল তাদের অনেকেই প্রকাশ্যে ঘোরাঘুরি করছে এতে আইনশৃঙ্খলা বাহিনী কোন তৎপরতা নেই। এই হত্যাকাণ্ডের ১১ মাস পেরিয়ে গেলে সুষ্ঠ কোন তদন্ত এখনো সম্পন্ন হয়নি তাই আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সাংবাদিক তপু শেখার আকুল আবেদন যে এই মামলাটি দ্রুত সময়ের ভেতরে স্রষ্টতা অন্ত করে সম্পন্ন করা হোক।

 

 

 

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট