1. live@dainikshiromoni.online : দৈনিক শিরোমনি : দৈনিক শিরোমনি
  2. info@www.dainikshiromoni.online : দৈনিক শিরোমনি :
শনিবার, ২৬ জুলাই ২০২৫, ০৮:৩৭ অপরাহ্ন

হিরিদেবপুরে চাঞ্চল্যকর চোলাই মদের কারখানায় পুলিশের সহায়তায় স্থানীয়দের অভিযান, আটক ৬।

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে

মোঃ মুক্তাদির হোসেন স্টাফ রিপোর্টার

 

চোলাই মদ তৈরির কারখানায় অভিযান চালিয়েছে স্থানিয় জনসাধারণ। গাজীপুরের কালীগঞ্জের মোক্তারপুর ইউনিয়নের হরিদেবপুরে মুচি পট্টিতে এ অভিযান পরিচালনার সময় গর্ত করে মাটির নিচে লুকিয়ে রাখা মদের ড্রাম উদ্ধার করা হয়। এ সময় চোলাই মদ তৈরির সঙ্গে জড়িত ৬জনকে আটক করা হয়। পরে কারখানাটি গুড়িয়ে দেয় স্থানীয়রা।

বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে হরিদেবপুরের মুচি পট্টিতে স্থানীয় বাসিন্দাদের নেতৃত্বে ও কালীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।মদ তৈরির সাথে জড়িত ও সেবনকারীসহ ৬ জনকে আটক করে কালীগঞ্জ থানায় হস্তান্তর করে স্থানীয়রা।

আটকৃতরা হলেন, কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের হরিদেবপুর এলাকার বিকাশ রবি দাসের ছেলে শুভ রবিদাস, অর্জুন বাসকর এর ছেলে কানাই বাসকর ও নিমাই বাসকর, হিরালাল রবিদাস এর ছেলে নিমাই রবিদাস ও নরেশর রবিদাস এবং সুবাস রবিদাস এর ছেলে প্রান্ত রবিদাস।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন জানান, ‘হরিদেবপুর মুচি পট্টিতে স্থানীয় বাসিন্দাদের নেতৃত্বে কালীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় হরিদেবপুর মুচি পট্টির মদ তৈরির কারখানায় অভিযান চালায়। এসময় মাটির নিচ থেকে মদের ড্রাম উদ্ধার করা হয়।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট