1. live@dainikshiromoni.online : দৈনিক শিরোমনি : দৈনিক শিরোমনি
  2. info@www.dainikshiromoni.online : দৈনিক শিরোমনি :
সোমবার, ২১ জুলাই ২০২৫, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :

কাশিয়ানী ড্রামট্রাক প্রাইভেটকার সংঘর্ষে আহত ৩ ।

  • প্রকাশিত: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিনিধিঃ

 

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া ফ্লাইওভার এলাকায় আজ সকাল ১১টার দিকে একটি ড্রাম ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস, পুলিশ এবং স্থানীয় জনসাধারণের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই দুর্ঘটনার ফলে ঢাকা-খুলনা মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।

প্রসঙ্গত, গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনার ঘটনা আগেও ঘটেছে। সম্প্রতি কাশিয়ানী উপজেলার মিল্টন বাজার এলাকায় যাত্রীবাহী বাস, প্রাইভেট কার ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে আটজন নিহত হন। নিহতদের মধ্যে বারডেম হাসপাতালের চিকিৎসক ও তার পরিবারসহ মোট আটজন ছিলেন।

এছাড়া, একই উপজেলার ধূসর ব্রিজের কাছে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত এবং অন্তত ৩০ জন আহত হন।

এই ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সড়ক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং যানবাহনের গতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট