1. live@dainikshiromoni.online : দৈনিক শিরোমনি : দৈনিক শিরোমনি
  2. info@www.dainikshiromoni.online : দৈনিক শিরোমনি :
সোমবার, ২১ জুলাই ২০২৫, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :

ধামরাই উপজেলায় অবৈধ ইটভাটায় সয়লাব ।

  • প্রকাশিত: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিনিধঃ

ঢাকা জেলার ধামরাই উপজেলায় অবৈধ ইটভাটার বিস্তার পরিবেশ, কৃষি ও জনস্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলছে। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, উপজেলায় মোট ৯৫টি ইটভাটার মধ্যে ৭৯টি অবৈধভাবে পরিচালিত হচ্ছে ।

 

এই অবৈধ ভাটাগুলো অধিকাংশই তিন ফসলি কৃষিজমিতে গড়ে উঠেছে, যা ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩’-এর সুস্পষ্ট লঙ্ঘন। অনুমোদনহীন ভাটাগুলোতে কাঠ পোড়ানো, ধোঁয়া ও ধুলাবালুর কারণে ফসল উৎপাদন কমে যাচ্ছে এবং আশপাশের বাসিন্দারা শ্বাসকষ্ট, হাঁপানি ও ক্যানসারের মতো রোগে আক্রান্ত হচ্ছেন ।

 

স্থানীয় প্রশাসন অবৈধ ভাটাগুলোর বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। ২০২৫ সালের মার্চ মাসে ভাড়ারিয়া ইউনিয়নে তিনটি অবৈধ ইটভাটার চিমনি ও অন্যান্য স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে ।

 

ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনীক জানিয়েছেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং ভাটার মালিকদের পরিবেশবান্ধব ব্লক ইট তৈরিতে উৎসাহিত করা হবে ।

 

স্থানীয় বাসিন্দারা অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষা করা যায়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট