1. live@dainikshiromoni.online : দৈনিক শিরোমনি : দৈনিক শিরোমনি
  2. info@www.dainikshiromoni.online : দৈনিক শিরোমনি :
সোমবার, ২১ জুলাই ২০২৫, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :

টুংগীপাড়া উপজেলায় সরকারি খাস জায়গা উচ্ছেদ অভিযান ।

  • প্রকাশিত: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়নে সড়কের পাশের সরকারি খাস জমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদে অভিযান পরিচালিত হয়েছে। রবিবার(২০এপ্রিল) এ অভিযান পরিচালনা করেন গোপালগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাসেল মুন্সী এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক মাহমুদ।

উচ্ছেদ অভিযানে গোপালপুর বাজার এলাকার সড়কের পাশের প্রায় পাঁচ থেকে ছয়টি অবৈধ দোকান ভেঙে ফেলা হয়। দীর্ঘদিন ধরে সরকারি জমি দখল করে রাখা এসব দোকানপাট বাজারের সৌন্দর্য ও চলাচলে বাধা সৃষ্টি করছিল বলে জানা গেছে।

অভিযানে সহায়তা করেন টুঙ্গিপাড়া থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তারা, যারা অবৈধ দখলদারদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এবং তিনি বলেন আরো যাদের দোকানপাট খাস জায়গায় তুলছেন তাদের জন্য এটা একটা সতর্কতা, ভবিষ্যতে এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় এলাকাবাসী প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানান এবং বলেন, অবৈধ দখলদারদের উচ্ছেদে এ ধরনের অভিযান চলমান রাখা উচিত।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট