1. live@dainikshiromoni.online : দৈনিক শিরোমনি : দৈনিক শিরোমনি
  2. info@www.dainikshiromoni.online : দৈনিক শিরোমনি :
সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
গরুর খামারের বর্জ্যে দূষিত পানি, টুঙ্গিপাড়ায় প্রতিদিন ৮০ রোগী হাসপাতালে খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদ রজত জয়ন্তী উদযাপন  টুংগীপাড়ায় শীর্ষ সন্ত্রাসী জুবায়ের গ্রেফতার: ছয়টি মামলার পরোয়ানা, অপহরণ ও মাদকের রাজ্যে আতঙ্কের শেষ। রূপালী লাইফ ইনসিওরেন্সের মৃত্যুদাবী প্রদান ও উন্নয়ন সভা অনুষ্ঠিত  গোপালগঞ্জে স্বামীকে ঘর থেকে বের করে দিয়ে স্ত্রীর আত্মহত্যা  টুঙ্গিপাড়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত । যশোর চৌগাছা কপোতাক্ষ নদের পাড়ের মাঠি কাটা অপরাধে ১ জনের সাতদিন জেল  কেশবপুরে পর্নোগ্রাফি মামলায় এক যুবক গ্রেফতার টুঙ্গিপাড়ায় অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও জমির মালিককে জরিমানা এলজিইডির প্রধান প্রকৌশলীর রুটিন দায়িত্বে অতিরিক্ত প্রধান প্রকৌশলী আনোয়ার হোসেন

কৃষক ধান কাটতে গেলে ভূমিদস্যুর বাধা, কৃষক শারীরিক হেনস্থা শিকার ।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিনিধিঃ

 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইউনিয়নের আটজুড়ী মৌজায় কৃষক হাসমত শেখের জমিতে ধান কাটতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে শ্রীরামকান্দি গ্রামের ইমরুল শেখের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ২০২৫ সালের ১৭ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে।

হাসমত শেখ উপজেলার রামচন্দ্রপুর চরপাড়া ঝিলু শেখের ছেলে। তিনি জানান, আদালতের রায় অনুযায়ী জমিটি তার, এই জমি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দায়ের করছিল ইমরুল শেখ, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাগজ পাতি পর্যালোচনা করে আমাকেই রায় দিয়েছে । তিনি কিষান নিয়ে ধান কাটতে গেলে ইমরুল শেখ বাধা দেন এবং তাকে মারধর করেন। এ সময় হাসমত শেখের মেয়ে শারমিন আক্তার বাধা দিতে গেলে তাকেও হেনস্তা করা হয়। পরে তিনি টুঙ্গিপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে অভিযুক্ত ইমরুল শেখ এর সাথে কথা বলার জন্য ঘটনাস্থলে গেলেও তাকে খুঁজে পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, জমিটি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আদালতের রায়ের পরও এমন ঘটনা দুঃখজনক। তারা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি তদন্তাধীন। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশে জমি নিয়ে বিরোধের ঘটনা নতুন নয়। অনেক সময় আদালতের রায় থাকা সত্ত্বেও বাস্তবে তা কার্যকর হয় না। এতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হন এবং সামাজিক অস্থিরতা সৃষ্টি হয়। এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসনের কঠোর পদক্ষেপ প্রয়োজন।

এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট