1. live@dainikshiromoni.online : দৈনিক শিরোমনি : দৈনিক শিরোমনি
  2. info@www.dainikshiromoni.online : দৈনিক শিরোমনি :
সোমবার, ২১ জুলাই ২০২৫, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :

টুঙ্গিপাড়ার স্কুল শিক্ষক রাজু কারাগারে ।

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া (জিটি) মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম রাজু কে উচ্চ আদালতের দেওয়া ৬ সপ্তাহের জামিন শেষে হাজিরা দিতে গেলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন গোপালগঞ্জ জেলা দায়রা জজ আদালত।

 

আজ মঙ্গলবার দুপুরে এ নির্দেশ দেন আদালত।

মামলার এজাহারে জানা যায়, গত ২ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিটের দিকে টুঙ্গিপাড়ার খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল এন্ড কলেজে সামনের দোকানগুলোতে আওয়ামী লীগের লোকজন লিফলেট বিতরণ করলে পুলিশের সঙ্গে বাকবিতন্ডা ও এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত ও পুলিশের গাড়ী ভাঙচুর করা হয়। ঘটনার পরের দিন ৩ ফেব্রুয়ারি সাব ইন্সপেক্টর মোঃ রাব্বী মোরছালিন বাদী হয়ে টুঙ্গিপাড়ায় থানায় ৬/১০/১২/১৩ সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ ( সংশোধনী ২০১৩) মোতাবেক ১০১ জন নামীয় ও ৪০০/৪৫০ জন কে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করেন। শিক্ষক সাইফুল ইসলাম রাজু এ মামলার ৬২ নং আসামী।

 

সাইফুল ইসলাম রাজু নিবাস টুঙ্গিপাড়া উপজেলার পূর্ব টুঙ্গিপাড়া গ্রামে। তার পিতা টুঙ্গিপাড়ার সর্বজন শ্রদ্ধেয় সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ মরহুম আইয়ুব আলী মোল্লা।

 

সাইফুল ইসলাম রাজুর সহধর্মিণী সামছুন্নাহার লাকী বলেন, আমার স্বামী একজন শিক্ষক। তিনি ক্রীড়াঙ্গনের মানুষ। আমার দুটো ছেলে মেয়ে নিয়ে আমি প্রায় ১০ বছর গোপালগঞ্জ শহরে বসবাস করছি। পুলিশের গাড়ী ভাঙচুরের রাতে সে টুঙ্গিপাড়ায় নয় গোপালগঞ্জ শহরে অবস্থান করছিলেন। এই মামলায় তার সংশ্লিষ্টতার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন, তাকে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এ মামলায় জড়ানো হয়েছে। আমি আমার স্বামীর মুক্তি দাবি করছি।

 

 

সাইফুল ইসলাম রাজুর ছোট ভাই পৌর কাউন্সিলর মঈনুল ইসলাম অপু বলেন,আমার বড় ভাই রাজনীতির সঙ্গে জড়িত ছিল না। আমি রাজনীতি করি। আমার উপর প্রতিশোধ নিতে আমার ভাইকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে। আমি আমার ভাইয়ের নিঃশর্ত মুক্তি দাবী জানাই।

 

টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গাজী আশিকুর রহমান বশার বলেন, রাজু কখনোই রাজনীতিতে জড়িত ছিল না। ও মাঠের মানুষ, খেলাধুলা পাগল মানুষ। রাজুকে গ্রেফতারের বিষয়টি দুঃখজনক। টুঙ্গিপাড়ায় গণ গ্রেফতার চলছে এটা তার অংশ।আমি তার গ্রেফতারের নিন্দা জানাই।

এদিকে টুঙ্গিপাড়া আর্ট স্কুলের অন্যতম প্রতিষ্ঠাতা সাইফুল ইসলাম রাজুর গ্রেফতারে নিন্দা জানিয়েছে টুঙ্গিপাড়া আর্ট স্কুল।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট