টুঙ্গিপাড়ায় সাবেক প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের কাজে ব্যাপক অনিয়ম: ইউপি সদস্য রঙ্গু খাঁ’র বিরুদ্ধে অভিযোগ।
প্রকাশিত:
মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
৬৯
বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ৪ নং পাটগাতি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে সাবেক প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দ প্রকল্পে অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য রঙ্গু খাঁ’র বিরুদ্ধে। অভিযোগ সূত্রে জানা যায়, ফায়ার সার্ভিস থেকে শিশু হাসপাতাল পর্যন্ত প্রায় ৮০০ মিটার দৈর্ঘ্যের একটি মাটির রাস্তার উন্নয়ন প্রকল্পে, প্রকল্প বাস্তবায়ন অফিসার (PIO) এর নির্দেশনা থাকা সত্ত্বেও খাল থেকে বেকু ব্যবহার করে অবৈধভাবে মাটি কেটে রাস্তার কাজ করা হয়। এতে রাস্তাটি ঝুঁকিপূর্ণ বর্ষায় ভেঙে খালের মধ্যে চলে যেতে পারে। এবং এই রাস্তার সম্পূর্ণ মাটির কাজ লিবার দিয়ে করার কথা থাকলেও এপি সদস্য অবৈধভাবে বেকু দিয়ে খাল থেকে মাটি উত্তোলন করে রাস্তার কাজ সম্পন্ন করেন।
এছাড়া, রাস্তায় পূর্বে নির্মিত প্রায় ৪ থেকে ৫ ফুট প্রস্থের ইটের সলিং সম্পূর্ণভাবে তুলে ফেলা হয়। সরেজমিনে দেখা গেছে, ওই পুরাতন ইটগুলো রঙ্গু খাঁ নিজ বাড়িতে নিয়ে গেছেন এবং স্থানীয়দের দাবি—তিনি কিছু ইট বিক্রি করে দিয়েছেন। স্থানীয় বাসিন্দারা জানান, সেখানে অন্তত ৩০-৪০ হাজার ইট ছিল, বাস্তবে গিয়ে দেখা যায় তিন থেকে চার হাজার ইট রয়েছে,যেগুলো রাস্তায় পুনঃব্যবহার না করে ব্যক্তিগত কাজে ব্যবহৃত হয়েছে।
ইউনিয়ন চেয়ারম্যান জানান, “আমরা তাকে শুধু ইটগুলো হেফাজতে রাখতে বলেছিলাম, তবে সে কত ইট নিয়েছে বা কোথায় রেখেছে, তা আমাদের জানা নেই। আমরা মাত্র ছয়-সাত হাজার ইট দেখতে পেয়েছি।”অন্যদিকে, প্রকল্প বাস্তবায়ন অফিসার বিষয়টি স্বীকার করে বলেন, “মেম্বার রঙ্গু খাঁ ভুল করেছেন। এসব ইট ব্যবহারের বিষয়ে কর্তৃপক্ষকে জানানো উচিত ছিল।”
স্থানীয়দের অভিযোগ, বর্ষাকালে এই রাস্তাটি অত্যন্ত কষ্টসাধ্য হয়ে উঠেছে, এবং উন্নয়নের নামে এই ধরনের অনিয়মে সাধারণ জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।