1. live@dainikshiromoni.online : দৈনিক শিরোমনি : দৈনিক শিরোমনি
  2. info@www.dainikshiromoni.online : দৈনিক শিরোমনি :
সোমবার, ২১ জুলাই ২০২৫, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :

টুঙ্গিপাড়ায় ফিলিস্তিনে ইসরাইলের নৃশংস হামলার প্রতিবাদে ছাত্রদলের মানববন্ধন ও বিক্ষোভ।

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

 

তানভির আহম্মেদ সায়াদ (স্টাফ রিপোর্টার)

 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় ফিলিস্তিনে ইসরাইলের নৃশংস গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে টুঙ্গিপাড়া উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদল।

 

মঙ্গরবার (৮ এপ্রিল ২০২৫) সকালে টুঙ্গিপাড়া শহরের শেখ মুজিবুর রহমান কলেজে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন। পরে এক বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

 

এ সময় উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ ইসমাইল হোসেন ও যুগ্ম আহ্বায়ক নাহিদুল ইসলাম সাগর এক যৌথ বক্তব্য বলেন, “ইসরাইলের বর্বর হামলায় ফিলিস্তিনের নিরীহ নারী, শিশু ও সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছে। এই মানবতা-বিরোধী অপরাধের বিরুদ্ধে বিশ্ববাসীকে সোচ্চার হতে হবে। বাংলাদেশ ছাত্রদল সবসময় নিপীড়িত মানুষের পক্ষে রয়েছে এবং থাকবে।”

 

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ ইসমাইল হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাহিদুল ইসলাম সাগর, যুগ্ম আহ্বায়ক মোঃ আবু নাসিম,পৌর ছাত্রদলের মোহাম্মদ ইয়াসিন , মোঃ ইয়েন মুন্সী, তানভির আহম্মেদ সায়াদ কলেজ ছাত্রদলের এস এম বাহাউদ্দীন, মোঃ হাবিবুল্লাহসহ আরও অন্যান্য নেতৃবৃন্দ।

 

উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ আবু নাসিম বলেন ফিলিস্তিনের জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং এই নৃশংসতার বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

 

 


আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট